Kane Williamson. (Photo by Chris Hyde-ICC/ICC via Getty Images)
টিম সাউদি সুস্থ হয়ে ফিরে এলেও নিউ জিল্যান্ড শিবিরে কিন্তু বিশ্বকাপের আগে এখনও পর্যন্ত পুরোপুরি স্বস্তি নেই। কারণ দলের অন্যতম তারকা ক্রিকেটার ও অধিনায়ক কেন উইলিয়ামসন সম্পূর্ণ সুস্থ নন। ভারতের উদ্দেশে রপওনা দেওয়ার আগে সাংবাদিকদের তেমনই জানিয়েছেন কেন উইলিয়ামসন। হাঁটুর গুরুতর চোট সারিয়ে উঠলেও েখনও খানিকটা সমস্যা রয়েছে বলেই ইঙ্গিত পাওয়া গিয়েছে নিউ জিল্যান্ডের অধিনায়কের মুখ থেকে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। যদিও নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন অবশ্য বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার জন্য আশাবাদী।
আইপিএলের সময় চোট পাওয়ার পর থেকেই আআর মাঠে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। বিশ্বকাপের কয়েকদিন আগেই তাঁরকে ফিট ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। যদিও কেন উইলিয়ামসন কতটা সুস্থ রয়েছেন তা নিয়ে এখনও পর্যন্ত নিস্চিত নন সকলে। কেন ুইলিয়ামসনের এখনও খানিকটা সমস্যা রয়েছে। যদিও নিউ জিল্যান্ড অধিনায়ক অবশ্য তাঁর বিশ্বকাপের ম়্চে নামা নিয়ে য়তেষ্ট আশাবাদী।
আইপিএলের সময়ই হাঁটুতে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন
বিশ্বকাপ শুরু হওয়ার আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড শিবির। সেখানেই নিজের চূড়ান্ত প্রস্তুতিটা সেরে নিতে চাইছেন নিউ জিল্যান্ডের এই তারকা ক্রিকেটার। গতবারের ফাইনালে পৌঁছেছিল নিউ জিল্যান্ড। সেখানে অবশ্য ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল কিউই বাহিনীকে। এবার আর কোনওরকম ভুল করতে নারাজ তিনি। যদিও মাঠে নেমে কেন উইলিয়ামসন কতটা নিজের পারফরম্যান্স দেখাতে পারবেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
এই প্রসঙ্গেই কেন উইলিয়ামসন জানিয়েছেন, “ব্যক্তিগত ভাবে এবং দলগত ভাবে কী করে আমি নিজে থেকে সেই পারফরম্যান্সটা বের করে আনতে পারি সেটাই এই প্রস্তুতি পর্বের ম্যাচে দেখে নিতে হবে। সেখানেই কোনওরকম সমস্যা যাতে না থাকে”।
এবারের আইপিএল চলাকালীনই বড়সড় চোট পেয়েছিলেন নিউ জিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। প্রথম ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই আর মাঠে দেখা যায়নি কেন উইলিয়ামসনকে। সেই থেকেই তাঁকে নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। এরইমাঝে তাঁর অস্ত্রোপচারও হয়। যদিও বেশ কয়েকদিন আগে থেকেই মাঠে নেমে পড়েছিলেন কেন উইলিয়ামসন। এবার বিশ্বকাপের দলেও ফিরেছেন তিনি।
The post বিশ্বকাপের স্কোয়াডে তাকলেও কেন উইলিয়ামসনকে নিয়ে চিন্তা কাটছে না appeared first on CricTracker Bengali.