Ishan Kishan. (Photo Source: BCCI)
গত মঙ্গলবারই বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন ঈশান কিষাণ। লোকেশ রাহুলের সঙ্গে বিশ্বকাপের মঞ্চেও তাঁকে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। ঈশান কি্ষাণকে নিয়েই এবার বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন ভারকতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর মতে আসন্ন বিশ্বকাপে ব্যাটিং পজিশনে লোকেশ রাহুলের আগেই ঈশান কিষাণকে নামানো উচিত্ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। শেষপর্যনন্ত কী হয় সেটাই দেখার।
এবারের এশিয়া কাপের মঞ্চে লোকেশ রাহুলের সঙ্গে ঈশান কিষাণকে রেখেই ভারতীয় দল ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু এশিয়া কাপ সুরু হওয়ার আআগেই প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। প্রতম ম্যাচে পাকিস্কানের বিরুদ্ধে ঈশান কিষাণের ওপরই ভরসা রেখেছিল টিম ইন্ডিয়া। সেই সুযোগ কাজে লাগাতে এতটুকুও ভুল করেননি এই তরুণ ক্রিকেটার। তঠিন পরিস্থিতিতে ভারতীয় দলের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছিল এই তরুণ ক্রিকেটারকেই।
পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরাানের ইনিংস খেলেছিলেন ঈশান কিষাণ
সেই ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। সেই পরিস্তিতিতেই হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা একেবারে নিখুঁতভাবে করেছিলেন ঈশান কিষাণ। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম পরীক্ষাতেই সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেই ম্যাচে ৮২ রানের ইনিংস খেলে সকলের নজর কেড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই ঈসান কিষাণকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত তাঁকে রেখেই ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই।
এই প্রসঙ্গে গৌতম গম্ভীর জানিয়েছেন, “আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখন তুমি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে অএগোবে সেখানে নাম নয় ফর্মেকেই অত্যন্ত বেশী প্রাধান্য দিতে হবে। এমন ক্রিকেটারকে বাছতে হবে যিনি ভাল পারফরম্যান্স করতে পারবেন এবং তোমাকে বিশ্বকাপে জয় এনে দিতে পারবে। আমার মনে হয় প্রথম সারিতে থাকার জন্য ঈশান কিষাণ সলস্ত কিছুই করেছেন একেবারে সঠিকভাবে। যেহেতুতাঁর নাম ঈশান কিষাণ এবং তিনি বেশী ম্যাচ খেলেননি তাঁর জন্য লোকেশ রাহুলই তাঁর আগে খেলবেন এমনটা বলা যায় না”।
সম্প্রতি ওডিআই ফর্ম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন ঈশান কিষাণ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনটি ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গে সিরিজের সেরা ক্রিকেটারও হয়েছিলেন। এমন ধারাবাহিক পারফরম্যান্স দেখার পর থেকেই ঈশান কিষাণকে লোকেশ রাহুলের আগে খেলানোর পরামর্শ দিচ্ছেন গৌতম গম্ভীর।
The post বিশ্বকাপে ব্যাটিং পজিশনে লোকেশ রাহুলের থেকে ঈশান কিষাণকে এগিয়ে রাখছেন গৌতম গম্ভীর appeared first on CricTracker Bengali.