বিশ্বকাপে ব্যাটিং সহায়ক পিচ করারই ইঙ্গিত আইসিসির

আগস্ট 25, 2023

No tags for this post.
Spread the love

ICC Logo for ICC ODI World Cup 2023. (Photo Source: Twitter)

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই শেষপর্যন্ত কোন দলের অধিনায়কের মুখে চ্যাম্পিয়ন হওয়ার হাসি ফোটে সেটা তো সময়ই বলবে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রতিটি ভেন্যুতেই এখন জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। শোনাযাচ্ছে ওডিআই বিশ্বকাপের ম়ঞ্চেও হাই স্কোরিং ম্যাচ চাইছে আইসিসি।  শোনাযাচ্ছে ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রতিটি পিচই কার্যত ব্যাটিং সহায়ক করার নির্দেশ দেওয়া হয়েছে আইসিসির তরফে। কোনওরকম বাইরের চাপের জন্য বিশেষ কোনো ম্যাচের জন্য পিচ থেকে ঘাস ছেটে ফেলা য়াবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে আইসিসির পিচ কনসাল্টেন্টের সঙ্গে।

গত বুধবারই প্রতিটি রাজ্য সংস্থার পিচ কিউরেটরদের সঙ্গে মুম্বইয়ে বৈঠকে বসেছিলেন আইঅসিসির প্রধান পিচ বিশেষজ্ঞ অ্যান্ডি অ্যাটকিনসন। সেখানেই নাকি বিশ্বকাপের পিচ প্রস্তুতির জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে আইসিসির পিচ বিশেষজ্ঞের তরফে। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সবসময়ই হাই স্কোরিং ম্যাচ দেখতে পাওয়া যায়। এবার ওডিআই বিশ্বকাপের মঞ্চেও যে সেটাই চাইছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তা কার্যত বলার অপেক্ষা রাখে না। সেভাবেই প্রতিটি পিচ কিউরেটরকদের বিশেষ বার্তা দেওয়া দিয়েছেন অ্যান্ডি অ্যাটকিনসন।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ

এশিয়ার পিচ বরাবরই স্পিন সহায়ক হয়। ভারতের প্রতিটি ভেন্যুতেও পিচ স্পিন সহায়কই হয়। সেই কথা মাথায় রেখেই এবার পিচ কিউরেটরদের উদ্দেশ্যে যে এই বিশেষ পরামর্শ দিয়েছেন আইসিসির পিচ বিশেষজ্ঞ তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই চলছে এখন প্রস্তুতির কাজও। শেষপর্যন্ত প্রতিটি ম্যাচের পিচ কেমন হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপের ম্যাচ। প্রথম ম্যাচেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

শেষ তিনবারের বিশ্বকাপের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে এখনও প্রখম ইনিংলে সর্বনিম্ন স্কোর হয়েছে ২৪৯। বিশেষ করে ২০১১সালের বিশ্বকাপের মঞ্চেই এই পরিসংখ্যান দেখা গিয়েছিল। তেমনই ২০১৫ সালে বিশ্বকাপ হয়েছিল অস্ট্রেলিয়ায়। সেখানেই দেখা গিয়েছিল বিশ্বকাপের মঞ্চে গড় স্কোর ছিল ২৭৪। ২০১৯ সালে বিশ্বকাপের আসর বসেছিল ইংল্যান্ডের মাটিতে। সেখানেই গড় স্কোর দেখা গিয়েছিল ২৭৬। এবার ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর।

সেখানে যে গড় স্কোরের সংখ্যাটা আরও বাড়াতে চাইছে আইসিসি তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে এবারের বিশ্বকাপ হাই স্কোরিং করারই সিদ্ধান্ত কার্যত তারা নিয়েছে ফেলেছে।

The post বিশ্বকাপে ব্যাটিং সহায়ক পিচ করারই ইঙ্গিত আইসিসির appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador