বিশ্বকাপে হারের পর সোশ্যাল মিডিয়ায় আবেগতাড়িত বার্তা

নভে. 20, 2023

Spread the love

Shubman Gill. (Photo Source: Twitter)

বিশ্বকাপ হারের যন্ত্রনা বুকে চেপে রেখেই প্রত্যাবর্তনের বার্তা দিলেন ভারতীয় দলের তরুণ ক্িকেটার শুভমন গিল।  অস্ট্রেলিয়ার কাছে ফাইনালের মঞ্চে হেরে গিয়েছে ভারত। সেই হারের দৃশ্য দেখে এক লক্ষ ৩০ হাজার  দর্শক যেমন চুপ করে গিয়েছিলেন। তেমনই ভেঙে পড়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। হারের যন্ত্রনা সকলের মধ্যেই রয়েছে। তবে এই পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য ভারতীয় দলের ক্রিকেটারদের কাছে। এখানেই সবকিছু শেষ নয়। যতদিন না পর্যন্ত তারা জিতছে ততদিন পর্যন্ত এই যাত্রা চলবে। বার্তা দিলেন শুভমন গিল।

কেরিয়ারের প্রথম বিশ্বকাপের মঞ্চে ঘরের মাঠে নেমেছিলেন শুভমন গিল। তবে গোটা বছরে যে ফর্মে তিনি ছিলেন , এবারের বিশ্বকাপে সেই ফর্মে দেখা যায়নি শুভমন গিলকে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের মঞ্চে বড় রানের ইনিংস খেলতে পারলেও, ফাইনালে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রজে বেশীক্ষণ থাকতেই পারেননি তিনি। সব মিলিয়ে এই বিশ্বকাপ যে শুভমন গিলের খুব একটা ভাল যায়নি তা বলাই যায়।

বিশ্বকাপের ফাইনাবের মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন শুভমন গিল

সেইসঙ্গে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপে ফাইনালে পৌঁছেও শেষরক্ষা করতে পারেনি তারা। সেই হারের ।যন্ত্রনা নি.য়েই মাঠ ছেড়েছিলেন শুভমন গিল,রোহিত শর্মারা। তবে এখানেই যে তাদের সবকিছু শেষ নয় সেই কথা মেনে নিচ্ছেন শুভমন গিল। ম্যাচ হারের পরই সোশ্যাল মিডিয়ায় আবেগতাড়িত বার্তা দিলেন এই তরুণ তারকা ক্রিকেটার। তারা যতদিন না পর্যন্ত ফের একটা বিশ্বকাপ জিততে পারছেন ততদিন এই যাত্রা শেষ নয় বলেই মনে করছেন তিনি। সেই সাফল্য কবে আসে সেটা তো সময়ই বলবে।

Been almost 16 hours but still hurts like it did last night. Sometimes giving your everything isn’t enough. We fell short of our ultimate goal but every step in this journey has been a testament to our team’s spirit and dedication. To our incredible fans, your unwavering support… pic.twitter.com/CvnA0puhDg

— Shubman Gill (@ShubmanGill) November 20, 2023

শুভমন গিল ইনস্টাগ্রামে জানিয়েছেন,” প্রায় ১৬ টা ঘন্টা কেটে গিয়েছে, কিন্তু শেষ রাতে যেমন কশ্ট ছিল তেমনটাই রয়ে গিয়েছে। কখনোও কখনোও নিজের সর্বস্ব দেওয়াটাও বোধহয় যথেষ্ট হয় না। আঈমরা আমাদের সাফল্যের রাস্তায় খানিকটা পিছিয়ে পড়েছি। তবে এই বিশ্বকাপের মঞ্চে আমাদের দলগত পারফরম্যান্সের একটা সঠিক পরিচয় পাওয়া গিয়েছে। আমাদের উত্থান ও পতন উভয় সময়েই সমর্থকদের পাশে থাকাটা সবসময়ই সবচেয়ে বড় ব্যপার আমাদের কাছে। এটা কখনোই শেষ হয়ে পারে না। যতক্ষণ না পর্যন্ত আমরা জিতছি ততক্ষণ এটা শেষ হতে পারে না”।

আগামী বছর রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এবার যে সেদিকেই ভারতীয় দলের ক্রিকেটারদের প্রধান লক্ষ্য থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

The post বিশ্বকাপে হারের পর সোশ্যাল মিডিয়ায় আবেগতাড়িত বার্তা appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador