Jay Shah. (Photo Source: Twitter)
বিশ্বকাপ চলার মাঝেই বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের। কয়েকদিন ধরে গুঞ্জন শোনা গেলেও অবশেষে সেই খবরেই শিলমোহর দিলেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ভেন্যুতেই বিনামূল্যে দর্শকদের জ্নয মিনারেল ওয়াটার সরবরহের ব্যবস্থা করল বিসিসিআই। খেলার সময় সমর্থকদের স্টেডিয়াম থেকে জল কিনতে হবে না। বিশ্বকাপের চলাকালীন সেই বারও এবার বিসিসিআই-ই তুলে নিয়েছে নিজেদের কাঁধে। জয় শাহের এমন সিদ্ধান্তে যে সকলেই খুশি তা বলার অপেক্ষা রাখে না।
দীর্ঘদিন ধরেই যেকোনও খেলার সময় স্টেডিয়ামে জলের বোতল কিংমবা কোনও কিছু নিয়েই প্রবেশ করা সম্ভব হয় না। বিশ্বকাপের বিভিন্ন দেশ থেকে সমর্থকরা আসবেন। সেইসঙ্গে ভারতের সমর্থকরাও থাকবেন এখানে। সেই কথা মাথায় রেখেই এবার বিসিসিআই এই বড় সিদ্ধান্তের রাস্তায় হেঁটেছে। এবারের বিশ্বকাপ চলাকালীন প্রতিটি স্টেডিয়ামেই দর্শকদের জন্য থাকবে বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা। আর এই খবর যে সমর্থকদের অত্যন্ত স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না। বৃহস্পতিবারই বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছে ইংল্যান্ড।
ভারতের মাটিতে দশটি ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ
বিশ্বকাপ শুরু হওয়ারক থেকেই উত্তেজনার পারদটা ক্রমশ চড়তে শুরু করেছিল। বুধবারই ক্যাপ্টেন্স ডে-দিয়ে আনুষ্ঠানিকভাবে এবারের িবশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই ম্যাচটেই বিশ্বকাপের ট্রপি হাতে মাঠে এসেছেন সচিন তেন্ডুলকর। সেই ছবি দেখে এবার সকলেই আপ্লুত হয়েছেন। এর মাঝেই বৃহস্পতিবার জয় শাহের এমন একটা ঘোষণা যে ক্রিকেট প্রেমীদের আরও উত্সাহ দেবে তা বলার অপেক্ষা রাখে না। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এবারের ওডিআই বিশ্বকাপ।
এবারের িবশব্কাপও হচ্ছে রাউন্ড রবিন নিয়মে। সব মিলিয়ে ভারতের মাটিতে মোট দশটি ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ। সেখানেই অংশগ্রহন করছে দশটি দলও। উদ্বোধনী ম্যাচের পাশাপাশি এবার বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচও হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিশ্বকাপ নিয়ে ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ।
আগামী ৮ অক্টোবর ঘরের মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত টিম ইন্ডিয়া জয় দিয়ে যাত্রা শুরু করতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post বিশ্বকাপ চলাকালীন সমর্থকদের জন্য মাঠে বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা বিসিসিআইয়ের appeared first on CricTracker Bengali.