Virat Kohli Message. ( Image Source: Virat Kohli/Instagram )
২৪ ঘন্টাও বাকি নেই। এরপরই শুরু হতে বিশ্বকাপের লড়াই। সেই মঞ্চে নামার আগেই ইনস্টাগ্রামে এক বিশেষ বার্তা ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের লড়াই দেখার জন্য যে সমর্থকরাও মুখিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে এখন তেকেই টিকিটের চাহিদাও তুঙ্গে রয়েছে। এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডয়ায় বিশেষ বার্তা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপের টিকিট তাঁর কাছে না চাওয়ারই বার্তা দিয়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ দেখার জন্য সবসময়ই মুখিুয়ে থাকেন ভারতীয় সমর্থকরা। এমন পরিস্থিতিতে বন্ধু থেকে কাছের মানুষদের তরফ থেকে যে ক্রিকেটারদের কাছেও টিকিটের আবদার করা হয় তা বলার অপেক্ষা রাখে না। এমন চিত্র খুবই স্বাভাবিক। নানান সময়ই ক্রিকেচটারদের থেকে টিকিট চেয়ে থাকেন তাদের কাছের মানুষেরা। এবার বিশ্বকাপ। এই ক্ষেত্রে যে সেই চাহিদাটা আরও খানিকটা বাড়তে পারে তাও বলার অপেক্ষা রাখে না। আর সেই কথা মাথায় রেখেই আগে থেকে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে দিলেন বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচেও অর্ধশতরান করেছেন বিরাট কোহলি
ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সেখানেই নিজেরক সেরা পারফরম্যান্স দিতে চান বিরাট কোহলিও। সম্প্রতি দেশের জার্সিতে গুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। এশিয়া কাপ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ। সব জায়গাতেইঅ বিরাট কোহলির সাফল্যের গ্রাফ উর্ধ্বমুখী। বিশ্বকাপের মঞ্চেও যে তিনি সেই পারফরম্যান্স ধরে রাখার জন্য মরিয়া হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই যাতে তাঁর মনোযোগের কোনওরতম ঘাটতি না ঘটে, সেই কারণেই যে বিরাট কোহলির এমন বার্তা তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রসঙ্গে বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “আমরা এই মুহূর্তে বিশ্বকাপের দিকে এগোচ্ছি। তার আগেই আমার সমস্ত বন্ধুদের কাছে একটাউ আবেদন করছি যে ম্যাচের কোনও টিকিট চাইবেন না। নিজেদের ঘরেই বিশ্বকাপের ম্যাচ উপভোগ করুন”।
৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। প্রথম ম্যাচেই ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড মুখোমুখি হতে চলেছে। সেখানেই ৮ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার মুকোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। শেষ দুটো প্রস্তুতি ম্যাচই ভারতীয় দলের বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দল শুরুটা জয় দিয়ে করতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post বিশ্বকাপ শুরুর আগে টিকিটের আবদার তাঁর কাছে না করার বার্তা বিরাট কোহলির appeared first on CricTracker Bengali.