Team India. (Photo Source: Patrick Eagar/Popperfoto via Getty Images)
১৯৮৩ সালের বিশ্বকাপের পর ১৯৮৭ সালের বিশ্বকাপেও কপিল দেবের নেতৃত্বে খেলেছিল ভারতীয় দল। এই বিশ্বকাপটি ভারত এবং পাকিস্তান যৌথভাবে আয়োজন করেছিল। ১৯৮৩ সালের বিশ্বকাপে শিরোপা জেতার পর ১৯৮৭ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত।
এই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছিল। কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচটিতে ইংল্যান্ডকে ৭ রানে পরাজিত করে প্রথমবারের জন্য বিশ্বকাপের ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া।
১. ভারত বনাম অস্ট্রেলিয়া (ম্যাচ ৩)
Team India. (Photo Source: Patrick Eagar/Popperfoto via Getty Images)
এই রুদ্ধশ্বাস ম্যাচটিতে ভারত মাত্র ১ রানে পরাজিত হয়েছিল। অস্ট্রেলিয়া প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭০ রান তুলেছিল। জিওফ মার্শ ১৪১ বলে ১১০ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। মনোজ প্রভাকর ১০ ওভারে ৪৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছিলেন।
ভারত রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ৪৯.৫ ওভারে ১০ উইকেটে ২৬৯ রান তুলতে সক্ষম হয়েছিল। নভজ্যোত সিধু এবং কৃষ্ণমাচারি শ্রীকান্ত যথাক্রমে ৭৯ বলে ৭৩ রান এবং ৮৩ বলে ৭০ রান করেছিলেন। ক্রেগ ম্যাকডারমট ১০ ওভারে ৫৬ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছিলেন। এই ম্যাচটিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন জিওফ মার্শ।
২. ভারত বনাম নিউজিল্যান্ড (ম্যাচ ৮)
Kapil Dev. (Photo Source: Adrian Murrell/Allsport Via Gettyimages)
এই ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫২ রান তুলতে সক্ষম হয়েছিল কপিল দেবের নেতৃত্বাধীন দল। নভজ্যোত সিধু ৭১ বলে ৭৫ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। অধিনায়ক কপিল দেব ৫৮ বলে অপরাজিত ৭২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। দীপক প্যাটেল ১০ ওভারে ৩৬ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছিলেন।
নিউজিল্যান্ড রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৬ রান তুলেছিল। কেন রাদারফোর্ড ৯৫ বলে ৭৫ রান করতে সক্ষম হয়েছিলেন। মনিন্দর সিং এবং রবি শাস্ত্রী ২টি করে উইকেট শিকার করেছিলেন। ভারত এই ম্যাচটিতে ১৬ রানে জয় পেয়েছিল এবং ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন কপিল দেব।
৩. ভারত বনাম জিম্বাবুয়ে (ম্যাচ ১১)
Team India. (Photo Source: Patrick Eagar/Popperfoto via Getty Images)
এই ম্যাচটি ভারত খুব সহজেই জিতে নিয়েছিল। জিম্বাবুয়ে ৪৪.২ ওভারে মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে গিয়েছিল। অ্যান্ডি পাইক্রফট ১০২ বলে ৬১ রান করেছিলেন। মনোজ প্রভাকর ৮ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন।
ভারত ২৭.৫ ওভারে ২ উইকেটে ১৩৬ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। দিলীপ বেঙ্গসরকার ৩৭ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন। এই ম্যাচটিতে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন মনোজ প্রভাকর।
৪. ভারত বনাম অস্ট্রেলিয়া (ম্যাচ ১৫)
Team India. (Photo Source: Bob Thomas Sports Photography via Getty Images)
ভারত এই ম্যাচটিতে ৫৬ রানে জয় পেয়েছিল। প্ৰথমে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রান তুলেছিল ভারতীয় দল। দিলীপ বেঙ্গসরকার এবং মহম্মদ আজহারউদ্দিন যথাক্রমে ৬০ বলে ৬৩ রান এবং ৪৫ বলে অপরাজিত ৫৪ রান করেছিলেন। ক্রেগ ম্যাকডারমট ১০ ওভারে ৬১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছিলেন।
অস্ট্রেলিয়া ৪৯ ওভারে ২৩৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। ডেভিড বুন ৫৯ বলে ৬২ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। মনিন্দর সিং এবং মহম্মদ আজহারউদ্দিন ৩টি করে উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। এই ম্যাচটিতে আজহারউদ্দিনকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছিল।
৫. ভারত বনাম জিম্বাবুয়ে (ম্যাচ ১৯)
Kapil Dev. (Photo Source: Patrick Eagar/Popperfoto via Getty Images)
এই ম্যাচটিতে জয় পেতে ভারতের কোনওরকম অসুবিধা হয়নি। নিউজিল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৯১ রান করতে সক্ষম হয়েছিল। কেভিন আরনট ১২৬ বলে ৬০ রান করেছিলেন। কপিল দেব এবং চেতন শর্মা ২টি করে উইকেট পেয়েছিলেন।
ভারত ৪২ ওভারে ৩ উইকেটে ১৯৪ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। নভজ্যোত ৬১ বলে ৫৫ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। কপিল দেব ২৫ বলে ৪১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন। পিটার রসন ৮ ওভারে ৪৬ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন। এই ম্যাচে কপিল দেবকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছিল।
৬. ভারত বনাম নিউজিল্যান্ড (ম্যাচ ২৪)
Team India. (Photo Source: Patrick Eagar/Patrick Eagar via Getty Images)
এই ম্যাচটিতে ভারত একটি দুর্দান্ত জয় পেয়েছিল। নিউজিল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ২২১ রান করেছিল। দীপক প্যাটেল ৫১ বলে ৪০ রান করেছিলেন। চেতন শর্মা ১০ ওভারে ৫১ রান দিয়ে ৩টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন।
ভারত ৯ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছিল। মাত্র ৩২.১ ওভারে ১ উইকেটে ২২৪ রানে পৌঁছে গিয়েছিল কপিল দেবের নেতৃত্বাধীন দল। সুনীল গাভাস্কার ৮৮ বলে ১০৩ রান করে অপরাজিত ছিলেন। এই ম্যাচে গাভাস্কার এবং চেতন শর্মা উভয়কেই ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছিল।
৭. ভারত বনাম ইংল্যান্ড (দ্বিতীয় সেমিফাইনাল)
Team India. (Photo Source: Bob Thomas Sports Photography via Getty Images)
এই বিশ্বকাপে এটি ছিল ভারতের শেষ ম্যাচ। ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান তুলতে সক্ষম হয়েছিল। গ্রাহাম গুচ ১৩৬ বলে ১১৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। মনিন্দর সিং ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছিলেন।
ভারত রান তাড়া করতে নেমে ৪৫.৩ ওভারে ২১৯ রানে অলআউট হয়ে গিয়েছিল। মহম্মদ আজহারউদ্দিন ৭৪ বলে ৬৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। এডি হেমিংস ৯.৩ ওভারে ৫২ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছিলেন। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন গ্রাহাম গুচ।
The post বিশ্বকাপ ১৯৮৭-এর মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন appeared first on CricTracker Bengali.