দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর শাস্তির খাঁড়া নেমে এলো ভারতীয় দলের উপর। বিগত ইনিংসে মন্থর ওভার রেটের কারণে ২ পয়েন্ট কাটা গেল রোহিত শর্মাদের ঝুলি থেকে। ফলে স্বাভাবিকভাবেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরো নিচে নেমে গেল ভারত। পঞ্চম স্থানে অবস্থান করছিল তারা। এই পরিস্থিতিতে দু পয়েন্ট কাটা যাওয়ার কারণে ষষ্ঠ স্থানে নেমে গেল ব্লু-ব্রিগেড।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট হারের সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাতেও বড় ধাক্কা খেলো ভারতীয় দল। তালিকায় ৬ নম্বরে নেমে এলো রোহিত শর্মারা। ভারতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা অপ্রতিরোধ্য গতিতে উঠে এল এক নম্বরে। ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত বিভিন্ন দেশে সংগঠিত টেস্ট সিরিজ মিলিয়ে হবে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। লীগে প্রথম দুই স্থানে থাকা দলের মধ্যে হবে ফাইনাল। পয়েন্ট শতাংশের ভিত্তিতে ঠিক হয় যে কোন দল কত নম্বরে থাকবে। দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচটি খেলল। এই টেস্টি জিতে ১০০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো তারা। সবাইকে অবাক করে দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তারা সর্বসাকুল্যে পেয়েছে ৬১.১১ শতাংশ পয়েন্ট। অন্যদিকে নিউজিল্যান্ড রয়েছে তৃতীয় স্থানে। তাঁদের ঝুলিতে রয়েছে ৫০ শতাংশ পয়েন্ট। অন্যদিকে বাংলাদেশের ঝুলিতেও উপলব্ধ রয়েছে ৫০ শতাংশ পয়েন্টে। ভারত পঞ্চম স্থানে রয়েছে ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে।
এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পর্যন্ত একটিও ম্যাচে অংশগ্রহণ করেনি শ্রীলঙ্কা। বাকি দলগুলির মধ্যে শক্তিশালী হয়েও উল্লেখযোগ্য ভাবে অস্ট্রেলিয়া রয়েছে ষষ্ঠ স্থানে ৪১.৬৭শতাংশ পয়েন্ট অধিকার করে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, তারা গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান অধিকার করেছে। অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের ঝুলিতে রয়েছে ১৫শতাংশ পয়েন্ট।
২০২৩ থেকে শুরু হয়ে ২০২৫ অবধি চলা টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে ভারত। যার মধ্যে একটি জিতেছে একটি ড্র করেছে ও একটিতে তারা পরাজিত হয়েছে। ৩৬ পয়েন্টের মধ্যে ১৬পয়েন্ট পেয়েছিল ভারত। তারা প্রথমে ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান অধিকার করেছিল। পরবর্তীতে আরও দু-পয়েন্ট কেটে নিল আই সি সি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে কার্যত ভারতকে দূরমুস করে দিয়েছে প্রোটিয়াবাহিনী। ব্যাটে-বলে সেঞ্চুরিয়নের মাটিতে তাঁদের রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে। এই পরিস্থিতিতে আগামী ৩রা জানুয়ারী দক্ষিণ আফ্রিকার মাটিতে আবার দ্বিতীয় টেস্ট শুরু হবে।
The post বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরো নিচে নেমে গেল ভারত appeared first on CricTracker Bengali.