loader image

Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার পরিকল্পনায় রয়েছেন ডেভিড ওয়ার্নার

মার্চ 14, 2023

No tags for this post.

David Warner. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

অস্ট্রেলিয়া ক্রিকেট মহলে বেশ ক.েকদিন ধরেই ডেেভিড ওয়ার্নারকে নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশেষ করে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ডেভিড ওয়ার্নার ছিটকে যাওয়ার পর থেকেই ডেভিড ওয়ার্নারের অস্ট্রেলিয়ার টে্স্ট শিবিরে সুযোগ পাওয়া নিয়ে নানান আলোচনা আরম্ভ হয়ে গিয়েছে। যদিও অস্ট্রেলিয়া শিবিরের ভরসা যে এখনও জেভিড ওয়ার্নারের ওপর রয়েছে, সেই কথা কার্যত স্পষ্ট করে দিলেন অস্চ্রেলি.ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার পরিকল্পনায় রয়েছেন ডেভিড ওয়ার্নার।

সোমবারই শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ভারকের কাছে সেই সিরিজে ১-২-এ হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে তাদের খুব একটা অসুবিধা হয়নি। একইসঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ম্যাচে ড্র করার পর ভারতীয় দলও পৌঁছে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সেখানেই ডেভিড ওয়ার্নার খেলবেন কিনা তা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। যদিও অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট তাঁর ওপরই ভরসা রাখতে চলেছে।

চোটের জন্য ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার

ভারতের মাটিতে প্রথম দুই টেস্টেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়ার হারের সঙ্গে ডেভিড ওয়ার্নারের ব্যাটিং পারফরম্যান্সের গ্রাফও ছিল নীচের দিকে। তাঁর ফর্ম নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছিল। এরপর দ্বিতীয় টেস্ট চলাকালীনই অস্ট্রেলিয়া শিবির থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা ওপেনারপ। চোটের জন্য দেশে ফিরে গিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তবে কয়েকদিনের মধ্যেই একদিমনের সিরিজের জন্য অস্ট্রেলিয়া শিবিরে যোগ দেবেন তিনি। তাঁকে এখনিও আশাবাদী অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

টেস্ট সিরিজের শেষে অস্ট্রেলিয়ার কোচ জানিয়েছেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য এই মুহূর্তে ডেভিড ওয়ার্নার সম্পূর্ণভাবে আমাদের পরিকল্পনায় রয়েছেন। তিনি চোট সারিয়ে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ডেভিড ওয়ার্নার। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলার জন্যই দেশে ফিরতে চলেছেন ডেভিড ওয়ার্নার। আগামী ১৭ মার্চই আমরা ডেভিড ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার জার্সিতে দেখতে চলেছি। এখান আমাদের সঙ্গেই ফিরবেন তিনি”।

সম্প্রতি ঘরের মাঠে টেস্টের মঞ্চে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। সেি থেকেই তাঁকে ঘিরে প্রত্যাশাও সকলের বাড়তে শুরু করেছিল। কিন্তু শেষপর্যন্ত ভারতের মাটিতে ব্যর্থই হতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। এবার সামনে রয়েছে একদিমের সিরিজ। সেখানেএও ভারতের বিরুদ্ধে ওপেনিংয়েই দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

The post বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার পরিকল্পনায় রয়েছেন ডেভিড ওয়ার্নার appeared first on CricTracker Bengali.

Related Posts

প্রত্যেক রাজ্য অ্যাসোসিয়েশনে স্ট্রেংথ ও কন্ডিশনিং প্রশিক্ষক রাখা বাধ্যতামূলক করলেন জয় শাহ

প্রত্যেক রাজ্য অ্যাসোসিয়েশনে স্ট্রেংথ ও কন্ডিশনিং প্রশিক্ষক রাখা বাধ্যতামূলক করলেন জয় শাহ

Jay Shah. (Photo Source: Twitter) বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ বলেছেন যে রাজ্য ইউনিটগুলি যাতে স্ট্রেংথ ও কন্ডিশনিংয়ের জন্য প্রশিক্ষক নিয়োগ করে এবং ক্রীড়া বিজ্ঞান ও ক্রীড়া ওষুধের নিয়ম মেনে দল তৈরি করে তা নিশ্চিত করার জন্য...

দ্বিতীয়বার ডাব্লিউটিসির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন

দ্বিতীয়বার ডাব্লিউটিসির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin. (Photo Source: BCCI) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লিউটিসি) ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। ৭ই জুন থেকে লন্ডনের ওভাল ক্রিকেট স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলা হবে। এই নিয়ে টানা...

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ১৫টি কেন্দ্র বাছাই করল বিসিসিআই

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ১৫টি কেন্দ্র বাছাই করল বিসিসিআই

ICC Logo for ICC ODI World Cup 2023. (Photo Source: Twitter) ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর পাঁচ মাসও বাকি নেই। এইবারের ওডিআই বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। সম্প্রতি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বিশ্বকাপের জন্য ১৫টি কেন্দ্রের নাম ঘোষণা করেছে। ২০১১...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports Ambassadors
Generated by Feedzy