বৃষ্টিতে ভেস্তে গেল ভারত বনাম ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ

সেপ্টে. 30, 2023

No tags for this post.
Spread the love

INDIA vs ENGLAND. ( Photo Source: Twitter )

এবারের ওডিআই বিশ্বকাপেও  কী বৃষ্টির ভ্রুকুটি। প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার দিন থেকেই বৃষ্টি হওয়া শুরু হয়ে গিয়েছে। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামার প্রস্তুতি ম্যাচ ছিল ভারতীয় দলের। কিন্তু প্রবল বৃষ্টির জেরে সেই ম্যাচও ভেস্তে গেল।  গুয়াহাটির বাইশগজে এক বলও গড়াল না বৃষ্টির জন্য। আর পরপর দুদিন এমন ঘটনা দেখার পর থেকেই যেন অশনি সঙ্কেত দেখতে পাচ্ছেন সকলে। শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশও। আসন্ন বিশ্বকাপেও কী এমন বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যেতে চলেছে।

কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ শেষ হয়েছে ভারতের। মাঝে কয়েকদিনের বিরতি। এরপরই শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটিুতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি্ ম্যাচে নামার কতা ছিল ভারতীয় দলের। সেই মতো গুয়াহাটির বর্সাপাড়া ল্টেডিামেও ভিড়ও হয়েছিল ভারতীয় দলের ম্যাচ দেখার জন্য। কিন্তু সেঈ বৃষ্টিই যেন ভিলেন। টস হলে শেষপর্যন্ত দুই দলের কোনওক্রিকেটারই মাঠে নামতে পারলেন এদিন। প্রবল বৃশ্টির জন্যই শেষপর্যন্ত ভেস্তে গিয়েছে ভারত বনাম ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ।

টস জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা

টস জিতে এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয়দলের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু এওরপর থেকেই  শুরু প্রবল বৃষ্টি। মাঠের কভার সরানোর কোনও সুযোগইএদিন আর পাননি মাঠ কর্মীরা। দীর্ঘক্ষণ পর্যবেক্ষণের পর ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ বাতিল করারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ম্যাচেই ইংল্যান্ড দলের শক্তি ওন দুর্বলতা দেখে নেওয়ার একটা সুযোগছিল ভারতীয় দলের সামনে। কিন্তু বৃষ্টির জেরে সমস্ত পরিকল্পনাই কার্যত ভেস্তে গিয়েছে। এই নিয়ে পরপর দুটো ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে।

🚨 Update from Guwahati 🚨

The warm-up match between India and England has been abandoned due to persistent rain. #TeamIndia | #CWC23 | #INDvENG pic.twitter.com/yl7gcJ8ouf

— BCCI (@BCCI) September 30, 2023

কয়েকদিন আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয়দলের তারকা ক্রিকেটাররা। শুভমন গিল, শ্রেয়স আইয়ারদের ব্যাট থেকে দেখা গিয়েছিল সেঞ্চুরীর ঝলক। সেইসঙ্গে বিশ্রাম কাটিয়ে ফেরার পর রোহিত শর্মার হাত থেকেও বড় রানের ঝলক দেখা গিয়েছিল। সেই পারফরম্যান্স যেভারতীয় দল বিশ্বকাপের মঞ্চেও ধরে রাখতে পারবে সেই ব্যপারে আশাবাদী প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা সকলেই।

এইম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ ছিল টিম ইন্ডিয়ার সামনে। কিন্তু বৃষ্টির ভ্রুকুটিতে শেষপর্যন্ত তাো হল না। শনিবার গুয়াহাটির বর্সাপাড়া স্টেডিয়ামের বাইশগজে একট বলও গড়াল না। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে ভারতীয় দল।

The post বৃষ্টিতে ভেস্তে গেল ভারত বনাম ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador