ICC logo. (Image Source: Twitter)
বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই পিচ নিয়ে বাড়তি সাবধানতা অবলম্বন করেছিল আইসিসি। হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। এরপরই আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ব্যাটেরদের পাশাপাশি বোলাররাও যেন সাহায্য পায় সেদিকেই এবার বিশেষ নজর রয়েছে আইসিসির। পিচ এবং প্রিটি মাঠের বাউন্ডারি নিয়ে বিশেষ বার্তা দিল ক্রিকেটেরক সর্বোচ্চ নিয়ামক সংস্থা। পিচ এবং মাঠে বাড়তি ঘাস রাখার পরামর্শ নির্দেশ দেওয়া হয়েছে আইসিসির তরফে।
ভারতের পিচ বরাবরই খানিকটা স্পিন সহায়ক হয়ে থাকে। এবারের বি্শ্বকাপের মঞ্চেও যে তেমনটা হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেই কথা মাথায় রেখেই এবার আইসিসির বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে বিসিসিআইয়ের কিউরেটরদের উদ্দেশ্যে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। অক্টোবর এবং নভেম্বর ধরে চলবে বিশ্বকাপর আসর। সেই সময় যে শিশিরের একটা সমস্যা দেখা দিতে পারে তা ভালভাবেই জানে আইসিসি।
বুধবারই বিশ্বকাপের থিম সং প্রকাশ্যে এনেছে আইসিসি
সেই কারণেই এবার এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। মাঠ এবং পিচ দুই জায়গাতেই কিউরেটরদের বাড়তি ঘাস রাখার বার্তা দেওয়া হয়েছে আইসিসির তরফে। শিশির পড়ার ফলে দ্বিতীায় ইনিংসে যারা বোলিং করে সেই দল খানিকটা ব্যাকফুটে চলে য়ায়। সেইসঙ্গে ভারতের পিচ আবার স্পিন সহায়ক। সেই কারণে পিচে ঘাস রাখলে পেসাররাও সুবিধা পাবে বলে মনে করছে আইসিসি। সমস্ত দিক বিচার করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির তরফে। একইসঙ্গে প্রতিটি ভেন্যুর বাউন্ডারির মাপও বাড়ানোর বার্তা দেওয়া হয়েছে।
সূত্রের মারফত টাইমস অএব ইন্ডিয়াকে জানানো হয়েছ, যেকোনও আন্তর্জাতিক স্টেডিয়ামের বূাউন্ডারির মাপ হয় ৬৫ মিটার থেকে সর্বাধিক ৮৫ মিটার। পুরনো স্টেডয়ামগুলোর বাউন্ডারির মাপ রয়েছে ৭০ থেকে থেকে ৭৫ মিটার। প্রতিটি স্টেডিয়ামকেই বাউন্ডারি ন্যূনতম ৭৫ মিটারের বেশী করতে বলা হয়েছে।
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। শেষ মুহর্তের প্রস্তুতি চলছে প্রতিটি স্টেডিয়ামেই। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। প্রথম ম্যাচই হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিশ্বকাপের বাইশগজে বল গড়ানোর অপেক্ষাতেই এখন রয়েছেন সকলে।
The post বোলারদের কথা ভেবে পিচে ঘাস রাখার নির্দেশ আইসিসির appeared first on CricTracker Bengali.