Ishan Kishan. (Photo Source: Twitter)
মঙ্গলবারই আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিসিআই। আর সেইসঙ্গেই যে বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। এবারের বি্শ্বকাপেরদলে সুযোগ পেয়েছেন ঈশান কিষাণও। ভারতীয় দল ঘোষণা হও.য়ার পর থেকেই ভারতীয় দলে সঞ্জু স্যামসনের দলে সুযোগ না পাওয়া নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছে। এবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তাঁক মতে ঈশান কিষাণেের ভার্সাটাইলিটির জন্যই বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ।
এবারের এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ঈশান কিষাণ। বিশেষকরে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সে ভর করেই ভারতীয় দলের পরিস্থি্তি সামাল দিতে পেরেছিল। সেই দিক বিচার করেই এবার বিশ্বকাপের মঞ্চেও ঈশান কিষাণকেই সুযোগ দিয়েছে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি।কেন এমনটা করা হয়েছে তার পিছনেই কারণ দর্শালেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে ঈশান কিষাণকে দলে রাখার একাধিক সুবিধা রয়েছে। সেই কারণেই তাঁকে রাখা হয়েছে বলে মনে করছেন তিনি।
পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন ঈশান কিষাণ
ঈশান কিষাণকে দলে রাখা মানে একজন ব্যাকআপ ওপেনার পেয়ে যাবে দল। সেইসঙ্গে লোকেশ রাহুলের পাশাপাশি ঈশান কিষাণ ভারতীয় দলের ব্যাকআপ উইকেটকিপারও হয়ে থাকতে পারবেন। এর ফলে ভারতীয় দল অনেক বেশী অপশন হাতে পাবেন বলেই মনে করছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপের মঞ্চে ঈশান কিষাণ সেভাবে নিজের পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা তা তো সময়ই বলবে। ঈশান কিষাণের দিকেই এই মুহূর্তে সকলের নজর রয়েছে।
এই প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, “এটা একেবারেই ঈশান কিষাণ বনাম সঞ্জু স্যামসন লড়াই নয়। কারণ ঈশান কিষাণ একসঙ্গে অনেকগুলো ভূমি্কা পালন করতে পারেন। যখথন ১৫ সদস্যের দল বেছে নেওয়া হয়, সেই দলে একজন ব্যাকআপ উইকেট কিপার অবশ্যই প্রয়োজন রয়েছে। এমনকী আমরা যখন রঞ্জি ট্রফির দল বেছে নেই সেখানেও একজন ব্যাকআপ উইকেটকিপার দলে রাখি। ব্যাক আপ উইকেটকিপারের পাশাপাশি ইশান কিষাণ একনজন ব্যাক আপ ওপেনারও। তিনি একজন টু ইন ওয়ান ক্রিকেটার”।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবসময়ই ওপেনিংয়ে দেখাযায় ইশান কিষাণকে। সেইসঙ্গে ভারতীয় দলের মিডল অর্ডারেও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তেমনই সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে সকলে।
The post ব্যাকআপ ওপেনার ও উইকেটকিপার হওয়ার জন্যই সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ, মত অশ্বিনের appeared first on CricTracker Bengali.