Hardik Pandya. (Photo by Hagen Hopkins/Getty Images)
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই শেষপর্যন্ত বিশ্বকাপ জয়ের খরা ভারতীয় দল কাটাতে পারে কিনা সেটাই এখন দেখার। বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দল কেমন হবে তা নিয়ে এখন থেকেই নানান হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে। তার আগেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে বিরাট মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। বিশ্বকাপের মঞ্চে সাফল্য পেতে হলে ব্যাটার নয়, অল রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে প্রয়োজন টিম ইন্ডিয়ার। সাম্প্রতিককালে তাঁর পারফরম্যান্স দেখেই যে এমন মন্তব্য তা বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি একেবারেই ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না হার্দিক পান্ডিয়া। বিশেষ করে ওডিআই ফর্ম্যাটে যে হার্দিক পান্ডিয়া একেবারেই সফল হতে পারছেন না তা সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরেই দেখা গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট, টি টোয়েন্টির পাশাপাশি ওডিআই সিরিজেওএ নেমেছিল ভারতীয় দল। যদিও সেখানে সাফল্য পাননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। ব্যাটিংয়ে মোটামুটি পারফরম্যান্স দেখালেও, বল হাতে কিন্তু হার্দিক পান্ডিয়া একেবারেই সফল ছিলেন না।
আয়ারল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও সেই চিত্র খানিকটা ধরা পড়েছে। এবার সেই হার্দিক পান্ডিয়াকে নিয়েই বিশ্বকাপের আগে খানিকটা চিন্তার সুর দেখা দিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের মুখে। তাঁর মতে ভারতীয় দলের সাফল্যের জন্য হার্দিক পান্ডিয়াকে অল রাউন্ডারের ভূমিকাতেই দেখা যাবে। বল হাতে অন্তত ছয় থেকে সাত ওভার বোলিং করতে হবে এই তারকা ক্রিকেটারকে। তবেই যে ভারতীয় দল সাফল্যের অনেকটা কাছে পৌঁছতে পারবে তা বলার অপেক্ষা রাখে না।
সঞ্জয় মঞ্জরেকরের মতে, “এই মুহূর্তে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স খানিকটা হলেও চিন্তার বিষয়। বিশ্বকাপের মঞ্চে তাঁকে অনেক বেশী দায়িত্ব নিতে হবে এবার। শুধুমাত্র ব্যাটার হিসাবে নয়, একজন অলরাউন্ডার হিসাবেই প্রয়োজন তাঁকে। তাঁর কাছ থেকে অন্তত ছয় থেকে সাত ওভার প্রয়োজন রয়েছে আমাদের। যখন শেষবার ২০১১ সালে বিশ্বকাপ জিতেছি্ল ভারত, সেই সময় যুবরাজ সিং এবং সুরেশ রায়নাদের মতো ক্রিকটারদের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও পাওয়া গিয়েছিল”।
এবারের আইপিএলেও হার্দিক পান্ডিয়াকে খুব একটা বাল পারফরম্যান্স করতে দেখা যায়নি। ওয়েস্ট ইন্ডিজ সফরেরক পর আপাতত বিশ্রামে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এশিয়া কাপেই ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন তিনি। সেখানে যে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্সের দিকে সকলের নজর থাকবে তা বলাই বাহুল্য।
The post ব্যাটার নয়, বিশ্বকাপে ভারতের প্রয়োজন অল রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে, মত সঞ্জয় মঞ্জরেকরের appeared first on CricTracker Bengali.