Rohit Sharma and Yashasvi Jaiswal. (Photo Source: Twitter)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। প্রথম ম্যাচেই ইনিংস ও ১৪১ রানে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেই জয়ের পিছনে যে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের ওপেনিং পার্টনারশিপের অবদান একেবারেই কম ছিল না তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় টেস্টেও ভারতীয় দলের হয়ে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল জুটির দুরন্ত পারফরম্যান্স। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। সেইসঙ্গেই বিশ্ব ক্রিকেটের মঞ্চে নতুন এক রেকর্ড গড়ল এই তারকা জুটি। ভারতীয় ওপেনিং জুটি হিসাবে ইতিহাস তৈরি করল রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল জুটি।
ভারতীয় ওপেনিং জুটি হিসাবে প্রথমবার এশিয়ার বাইরে পরপর দুটো টেস্টে সেঞ্চুরী পার্টনারসিপ তৈরি করার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল জুটি। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২২৯ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল জুটি। এই ম্যাচেও তাদের ব্যাট থেকে এসেছে ১৩৯ রানের পার্টনারশিপ। সেইসঙ্গেই ভারতীয় ক্রিকেটের মঞ্চে নতুন ইতিহাস তৈরি করেছে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১৩৯ রানের পার্টনারশিপ তৈরি করেছেন রোহিত শর্মা-যশস্বী
এই টেস্ট সিরিজেই অভিষেক হয়েছঠে যশস্বী জয়সওয়ালের। সুভমন গিলকে তিন নম্বরে ব্যাটিং করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানেই রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম দিন থেকেই এই জুটি্ ভাল পারফরম্যান্স দেখিয়ে এসেছে। প্রথম ম্যাচে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল দুজনেই সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচেই টেস্টে কেরিয়ারের এখনও প্রযন্ত সর্বোচ্চ রান ১৭১ রান করেছিলেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় টেস্টেও যশস্বী জয়সওয়ালের ব্যাটে এসেছে বড় রানের ইনিংস।
টস জিতে ভারতকেই প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। যদিও এই ম্যাচে সেঞ্চুরী করতে পারেননি যশস্বী জয়সওয়াল। অর্ধশতরানের ইনিংস খেলার পরই সাজঘরে ফিরে গিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। মাত্র ৫৭ বলেই সাজঘরে ফিরে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর ইনিংস জুড়ে চিল ৯টি চার ও একটি ওভার বাউন্ডারি।
এর কিছুক্ষণের মধ্যে রোহিত শর্মাও সাজঘরে ফিরে গিয়েছিলেন তিনিষ। তিনি ৮০ রানেই থেমেছিলেন এদিন। ১৩৯ রানেই থেমেছিল তাদের পার্টনারশিপ। ভারতীয় ক্রিকেচের প্রথম ওপেনিং জুটি হিসাবে এশিয়ার বাইরে পরপর দুটো টেস্টে সেঞ্চুরী পার্টনারশিপ গড়ার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল।
The post ভারতীয় ওপেনিং জুটি হিসাবে নতুন রেকর্ডের মালিক রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল appeared first on CricTracker Bengali.