ভারতীয় দলের এশিয়া কাপের প্রস্তুতির মাঝেই সতীর্থদের সঙ্গে সাক্ষাত ঋষভ পন্থের

আগস্ট 29, 2023

No tags for this post.
Spread the love

Rishabh Pant. (Photo by SURJEET YADAV/AFP via Getty Images)

৩০ অগস্ট তেকে শুরুহতে চলেছে এবারের এসিয়া কাপ। ঘরের মাঠেশেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। সেখানেই ২ সেপ্টেম্বর চির প্রতিদ্ব্ন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ননামতে চলেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। মহ্গলবারই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তার আগদে হঠাত্ইউ ভারতীয়দলের প্রস্তুতি সিবিরে ঋষভ পন্থ। চোটের জন্য অনির্দি,্টকালের জন্য ভারতীয় দলের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। এশিয়া কাপের আগে এঅনসিএ-তেই প্রস্তুতি চালাচ্ছে টিম ইন্ডিয়া। সেখানেই  রোহিত শর্মাদের প্রস্তুতি দেখতে উপস্তিত হলেন ঋষভ পন্থ।

ধীরে ধীরে চোট সারিয়ে সুস্থ হয়ে উঠলেও এখনও পর্যন্ত ঋষভ পন্থের মাঠে ফেরা নিয়ে সেভাবে কোনো নিস্চয়তা নেই। সবকিছু ঠিকঠাকথাকলে েই এসিয়া কাপে ভারতীয় দলের প্রধান উইকিটকিপার হিসাবে তাঁর নামটাই থাকত। যদিও শেষপর্যন্ত তা হয়নি।  তবে এই দিন প্রস্ততির ফাঁকে ভারতীয় দলের সতীর্থদের সঙ্গে সাক্ষাত করেন ঋষভ পন্থ। সেখানেই রাহুল দ্রাবিড়ের সঙ্গেও নানান কতাবার্তা হয় এই তারকা ক্রিকেটারের।

গতবছর ভয়াবহ গাড়ী দূর্ঘটনারকবলে পড়েছিলেন ঋষভ পন্থ

গতবছরের শেষেই এক ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। আর সেই দূর্ঘটনার জেরেই অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ।  দূর্ঘটনার পর দেহরাদুনের এক হাসপাাতালেই প্রাথমিকভাবে ভর্তি করা হয়েছিল ঋষভ পন্থকে। যদিও এরপরই বোর্ডের তরফে তাঁকে সেই হাসপাতাল থেকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানেই ঋষভ পন্থের অস্ত্রোপচারও হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত ক্রাচের ভরসাতেই হাঁটতে হচ্ছিল ঋষভ পন্থকে।

Rishabh Pant at India’s practice session in Alur. pic.twitter.com/AHzKgp4hBT

— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 29, 2023

এনসিএতে এখন জোরকদমে রিহ্যাব চালাচ্ছেন ঋষভ পন্থ। বেশ কয়েকদিন আগে থেকেই ক্রাচের ভরসা ছাড়া হাঁটা শুরু করেছিলেন ঋষভ পন্থ। কয়েকদিন আগেই তাঁর জিম সেশনের একটি ভিডিও সকলের সামনে এসেছিল। শুধু তাই নয় হাল্কা ব্যাটিংও নাকি করতে পারছেন তিনি। আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দলের পরিকল্পনায় রয়েছেন ঋষভ পন্থ। শোনাযাচ্ছে নির্ধারিত সময়ের আগেই সেরে উঠতে পারেন ঋষভ পন্থ। সেই কাজটাই যাতে আরও দ্রুততার সঙ্গে করা যায় সেদিকেই এখন নজর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।

বিশ্বকাপ সুরু হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। তার আগে যে ঋষভ  মাঠের ফেরার সম্ভাবনা খুবই কম তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত এই তারকা ক্রিকেটার কবে ভারতীয় দলে ফেরেন সেটাই দেখার।

The post ভারতীয় দলের এশিয়া কাপের প্রস্তুতির মাঝেই সতীর্থদের সঙ্গে সাক্ষাত ঋষভ পন্থের appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8