Ajit Agarkar. (Photo Source: Instagram)
নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়েই ছিলেন তিনি। অপেক্ষাটা ছিল ঘোষণা হওয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগেই বারতীয় দলের প্রধান নির্বাচক হিসাবে অজিত আগরকরের নাম ঘোষণা করে দিল বিসিসিআই। চেতন শর্মার সরে যাওয়ার পর থেকেই ভারতীয় দলেরক প্রধান নির্বাচকের নাম ঘোষণা নিয়ে একটা জল্পনা চলছিল। সেখানেই শেষপর্যন্ত কাকে দেখা যাবে সেটা নিয়েই নানান কথাবার্তা চলছিল। সেখানেই অজিক আগরকররের নাম শোনা যাচ্ছিল কয়েকদিন ধরে। অবশেষে অই প্রাক্তন তারক ক্রিকেটারের ওপরই উঠল সেই ভার।
এরপরই রয়েছে বিশ্বকাপ ও এশি্য়া কাপের আসর। সেখানেই দল গঠন নিয়ে নানান হিসাব নিকাশ চলছে। এই দুই প্রতিযোগিতার দল গঠন নিয়ে যথেষ্ট সাবধানী ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই অজিত আগরপকরকে বেছে নিয়েছে ভারতীয় বোর্ডের কর্তারা। টেস্ট থেকে একদিনের ম্যাচের ফর্ম্যাট ও টি টোয়েন্টিতে দেশের জাার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে এই প্রাক্তন তারকা ক্রিকেটারের। এঅমনই একজন প্রাক্তন ক্রিকেটারকে ভারতীয় দলের প্রধান নির্বাচক হিসাবে খুঁজছিলেন বোর্ড কর্তারা। সেখানে সকলের থেকেই এগিয়েছিলেন অজিত আগরকর।
দেশের জার্সিতে একদিনের ফর্ম্যাটে ২৮৮টি উইকেট রয়েছে অজিত আগরকরের
এর আগেও দুবার নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছিলেন অজিত আগরকর। সেখানেও ভারতীয় দলের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে সবাইকে পিছনে ফেলে এগিয়েছিলেন অজিত আগরকর। কিন্তু প্রতিবারই সেই জায়গা থেকে নিজের নাম তুলে নিয়েছেন তিনি। কিন্তু এবার সেই অজিত আগরকেই প্রধান নির্বাচকের হট সিটে বসালেন বিসিসিআই কর্তারা। তাঁর সঙ্গে এই দৌড়ে অবশ্য ছিলেন রবি শাস্ত্রী ও ভারতীয় দলের অন্যতম প্রাক্তন তারকা ক্রিকেটার দীলিপ ভেঙ্গসরকারও। কিন্তু তাদেরকে পিছনে ফেলে দিয়েছেন অজিত আগরকর।
ভারতীয় দলের হয়ে ২৬টি টেস্ট ম্যাচে ৫৮টি উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১০৯ রান রয়েছে অজিত আগরকরের। একদিনের ক্রিকেটে ২৮৮ টি উইকেট রয়েছে অজিত আগরকরের। একইসঙ্গে টি টোয়েন্টি ফর্ম্যাটেও ভারতীয় দলের হয়ে ৪ ম্যাচে ৩ উইকেট রয়েছে অজিত আগরকরের। সেই সমস্তকিছু হিসাব করেই শেষপর্যন্ত ভারতীয় দলের প্রধান নির্বাচকের আসনে তাঁকে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিাই কর্তারা।
স্টিং অপারেশন হওয়ার পরই ভারতীয় দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ভারতীয় দলের প্রধান নির্বাচক চেতন শর্মা। সেই সময় থেকেই প্রধান নির্বাচকের আসনটা ফাঁকা রয়েছে। এশিয়া কাপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম়্চে নামার সময়ও ভারতীয় দলের কোনও প্রধান নির্বাচক ছিলেন না। কিন্তু এবার ঘরের মাঠে রয়েছে বিশ্বকাপ। সেখানে নাামার আগেই ভারতীয় দলের প্রধান নির্বাচক নিয়োগের সিদ্ধান্তটা নিয়ে ফেলতে চাইছিলেন ভারতীয় বোর্ডের কর্তারা। সে্টাই অবশেষে হয়ে গেল।
The post ভারতীয় দলের প্রধান নির্বাচকের আসনে বসলেন অজিত আগরকর appeared first on CricTracker Bengali.