Rovman Powell. (Photo Source: Twitter)
ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্ৰথম ম্যাচে একটি দুর্দান্ত জয় পেয়েছে রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান এবং রোভম্যান পাওয়েল যথাক্রমে ৩৪ বলে ৪১ রান এবং ৩২ বলে ৪৮ রান করেছিলেন। রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান তুলতে সক্ষম হয় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত। এই ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন তিলক ভার্মা। তিনি ২টি চার এবং ৩টি ছয় সহ ২২ বলে ৩৯ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। প্রসঙ্গত উল্লেখ্য, এটি ছিল তার অভিষেক ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল ভারতীয় দলের স্পিন আক্রমণের বিরুদ্ধে খেলা নিয়ে মুখ খুলেছেন। তিনি মনে করছেন যে ভারতীয় দলের স্পিন আক্রমণের বিরুদ্ধে তার দলের ব্যাটারদের পারফরম্যান্সের উপর এই সিরিজের ফলাফল নির্ভর করবে।
ইএসপিএনক্রিকইনফো রোভম্যান পাওয়েলের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “আমরা আগে থেকেই জানতাম যে নতুন বল আমাদের রান দেবে। পাওয়ারপ্লেতে আমরা ভালো রান পেয়েছিলাম এবং তারপর মাঝখানে ধীরগতিতে রান করেছিলাম কারণ তাদের অনেক ভালো স্পিনার রয়েছে।”
তিনি আরও বলেন, “ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা কীভাবে সেই মাঝামাঝি ওভারগুলিতে স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করবে সেটার উপর এই সিরিজের ফলাফল নির্ভর করছে। আমরা যদি মধ্য ওভারগুলিতে স্পিনের বিরুদ্ধে ভালো ব্যাট করি তাহলে পরের দিকের ব্যাটাররা চিন্তামুক্ত হয়ে রান বানানোর দিকে মনোযোগ দিতে পারবেন এবং আমাদের ব্যাটিং অর্ডারের পরের দিকে অনেক শক্তিশালী ব্যাটাররা রয়েছেন। বাঁ-হাতি – (শিমরন) হেটমায়ার, (নিকোলাস) পুরান এবং কাইল মেয়ার্স – এই মধ্যম ওভারগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
“আমাদের বোলিং আক্রমণ শক্তিশালী, ভারতীয়দের জন্য এটি কঠিন হবে” – রোভম্যান পাওয়েল
প্রথম ম্যাচে অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব মিলে মোট ৯টি ওভার বল করেছিলেন। চাহাল ২টি এবং কুলদীপ ১টি উইকেট শিকার করেছিলেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলে আকিল হোসেন বাদে আর কোনও স্পিনার ছিল না। রোভম্যান পাওয়েল এই ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন।
রোভম্যান পাওয়েল বলেন, “হ্যাঁ, ভারতীয়রা যা বোলিং করেছে তা দেখার পরে আমি ভাবছিলাম যে আমাদের একজন স্পিনার কম রয়েছে কিনা, সত্যি বলতে, আমাদের যা আছে তা কাজে লাগাতে হবে এবং আমাদের দক্ষতার প্রদর্শন করতে হবে। আমরা জানি আমাদের ফাস্ট বোলাররা কেমন বোলিং করেন, আমাদের বোলিং আক্রমণ শক্তিশালী, ভারতীয়দের জন্য এটি কঠিন হবে।”
The post ভারতীয় দলের স্পিন আক্রমণের বিরুদ্ধে খেলার ব্যাপারে নিজের বক্তব্য জানালেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল appeared first on CricTracker Bengali.