Rohit Sharma . ( Image Source: Twitter )
১২ই জুলাই, বুধবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম টেস্ট ম্যাচটি খেলতে নামবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লুটিসি) ২০২৩-২৫ চক্রে এটি হল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের প্রথম ম্যাচ। তবে ভারতের খেলোয়াড়রা বেশকিছু দিন আগেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছিলেন যাতে তারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। ৫ই জুলাই, বুধবার একটি অনুশীলন ম্যাচ খেলেছিল ভারত। এই ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের তিনজন ক্রিকেটারকে ভারতীয় দলে জায়গা দেওয়া হয়েছিল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ জন খেলোয়াড়কে দলে নিয়েছে ভারত। প্ৰথম টেস্ট ম্যাচটিতে খেলতে নামার আগে প্রস্তুতিতে কোনোরকম খামতি রাখতে চাইছে না ভারতীয় দল। প্ৰথম ম্যাচের এক সপ্তাহ আগে আয়োজিত এই বিশেষ প্রস্তুতি ম্যাচটিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের ৮ জন খেলোয়াড় এবং ওয়েস্ট ইন্ডিজের ৩ জন খেলোয়াড় মিলে একটি স্থানীয় ক্লাবের বিরুদ্ধে খেলেছিল।
এই ম্যাচটি বিশেষভাবে ইশান কিষান, রুতুরাজ গায়কওয়াড়, যশস্বী জয়সওয়াল, নবদীপ সাইনি, কেএস ভরত, শার্দুল ঠাকুর এবং মুকেশ কুমারের জন্য আয়োজন করা হয়েছিল কারণ তারা এর আগে কখনও ওয়েস্ট ইন্ডিজে খেলেননি। ভারতের বাকি খেলোয়াড়রা আলাদাভাবে অনুশীলন করেছিলেন।
প্ৰথম ম্যাচে দলে জায়গা পেতে পারেন যশস্বী জয়সওয়াল
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে না পারায় দল থেকে বাদ পড়ে গেছেন চেতেশ্বর পূজারা। তার জায়গায় যশস্বী জয়সওয়ালকে ওয়ান ডাউনে খেলানোর কথা ভাবছে ভারতীয় দল। যশস্বী প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের প্ৰথম পছন্দ বলে জানা গেছে। প্ৰথম টেস্ট ম্যাচেই এই তরুণ প্রতিভাবান ক্রিকেটারের অভিষেক ঘটবে, এমনটাই আশা করা হচ্ছে।
যশস্বী জয়সওয়াল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে রাজস্থান রয়্যালসের (আরআর) হয়ে দুর্দান্ত ব্যাটিংয়ের প্রদর্শন করেছিলেন। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দলের হয়ে তিনি সর্বোচ্চ রান করেছিলেন। যশস্বী ১৪টি ম্যাচ খেলে ৪৮.০৮ গড় এবং ১৬৩.৬১ স্ট্রাইক রেটের সাথে ৬২৫ রান করেছিলেন। তার দল প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও তিনি অনেকের কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি টেস্ট ম্যাচ বাদেও ৩টি ওডিআই ম্যাচ এবং ৫টি টি-২০ ম্যাচ খেলবে ভারত। ওডিআই দলে যশস্বীর নাম নেই। তবে টি-২০ দলে তাকে রাখা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি সুযোগ পান কিনা সেটাই এখন দেখার বিষয়।
The post ভারতীয় দলে জায়গা পেলেন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার appeared first on CricTracker Bengali.