Shoaib Bashir. ( Photo Source: Harry Trump/Getty Images )
প্রায় এক মাসেরও বেশী সময় আগে ভারতের বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। সেখানেই সকলকে কার্যত চমকে দিয়েছে ব্রিটিশ শিবির। ইংল্যান্ড শিবিরে জায়গা করে নিয়েছেন ২১ বর্ষীয় স্পিনার শোয়েব বসির। ভারতের পিচ সম্বন্ধে ভালভাবেই অবগত রয়েছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। সেই কথা মাথায় রেখেই এবার ইংল্যান্ড শিবিরে স্পিনার আধিক্য। চারজন স্পিনারদের নিয়েই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সেখানেই অবাছাই ক্রিকেটার হিসাবে সুযোগ পেয়েছেন শোয়েব বসির। এরপর থেকেই কাউন্টি ক্রিকেটে এই তরুণ ক্রিকেটারের একটি বোলিং স্পেল ভাইরাল।
বেশ কয়েকদিন ধরেই তাদের স্পিন বোলিং লাইনআপে শক্তিশালী করার জন্য কয়েকটা প্রশ্নের উতেতর খুঁজছিল ব্রিটিশ বাহিনী। গত নভেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে ইংল্যান্ডের ক্যাম্পে ছিলেন তরুণ ক্রিকেটার শোয়েব বসির । সেখান থেকেই নিজের পারফরম্যান্স দেখিয়ে সকলের নজর কেড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। বিশেষ করে ইংল্যান্ড টম ম্যানেজমেন্ট জ্যাক লিচ এবং রেহানন আহমেদকে সাপোর্ট দিতে পারেন এমন কয়েকজন স্পিনারের খোঁজে ছিলেন। সেই লক্ষ্যেই এবার ইংল্যান্ড শিবিরে সুযোগ পেলেন শোয়েব বসির।
অভিষেক মরসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১০ উইকেট নিয়েছিলেন শোয়েব বসির
কয়েরদিন আগেই দ্য গার্ডিয়েনে প্রকাশিত একটি খবর থেকে জানা গিয়েছিল যে সেই ক্যাম্পে ২১ জনের মধ্যে ৯ জনই ছিলেন স্পিনার। তাদের মধ্যেো কেই ছিলেন স্পিনার এবং অল রাউন্ডারষ আবার কেউ কেউ ছিলেন স্পেশ্যালিস্ট স্পিনার। সেই জায়গা থেকেই ভারতের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা করে নিয়ছেন এই তরুণ ক্রিকেটার। শেষপর্যন্ত ভারতীয় দলের বিরুদ্ধে তিনি সাফল্য পান কিনা সেটা তো সময়ই বলবে।
Congratulations to Shoaib Bashir who has been selected in the England Men’s Test squad to tour India!
It was a breakthrough season in the County Championship for the 20-year-old as he took 10 wickets for @SomersetCCC pic.twitter.com/BiCX5TcbPz
— County Championship (@CountyChamp) December 11, 2023
কেরিয়ারের ৯ বছর থেকে ১৭ বছর বয়স পর্যন্ত সারে-তে খেলেছেন এই তরুণ ক্রিকেটার। এরপর বার্কশায়ারের হয়ে অনুর্ধ্ব-১৮-এ খেলেছেন তিনি। সেখান থেকেই শোয়েব বাসির গতবছর সামারসেটের হয়ে প্রথম শ্রেনীর ক্রিকেটে অভিষেক করেছিলেন। তাঁর প্রথম পরীক্ষাই ছিল ইংল্যান্ডের তারকা টেস্ট ক্রিকেটার অ্যালেস্টার কুকের বিরুদ্ধে। সেখানে তিনি অ্যালেস্টার কুককে আউট করতে না পারলেও, তাঁর স্পিন বোলিংয়ের দক্ষতায় সকলকে চমকে দিয়েছিলেন।
অভিষেক মরসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১০ উইকেট তুলে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেখানেই তাঁর বোলিং পারফরম্যান্সের একটি ভিডিও এখন ভাইরাল। এবার শোয়েব বসির জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড শিবিরে। সবকিছু ঠিকঠাক চললে ভারতের বিরুদ্ধেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের মঞ্চে অভিষেক হতে চলেছে শোয়েব বসিরের।
The post ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড শিবিরে তরুণ স্পিনার শোয়েব বসির, জেনে নিন তাঁর সম্বন্ধে appeared first on CricTracker Bengali.










