ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে প্রস্তুতি নিতে পারবেন না কাগিসো রাবাডা, সরে দাঁড়ালেন টেম্বা বাভুমাও

ডিসে. 14, 2023

Spread the love

Kagiso Rabada and Temba Bavuma. (Photo Source: Lee Warren, Sydney Seshibedi/Gallo Images)

ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ঘরোয়া প্ৰথম-শ্রেণীর ম্যাচ থেকে কাগিসো রাবাডা এবং টেম্বা বাভুমাকে সরে দাঁড়াতে হল। উল্লেখযোগ্যভাবে, ভারতের বিরুদ্ধে টি-২০ এবং ওডিআই সিরিজ থেকে এই দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

১৪ই ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে ডারবানে ডলফিনসদের বিরুদ্ধে লায়ন্সের হয়ে টেম্বা বাভুমা এবং কাগিসো রাবাডার খেলার কথা ছিল। তবে শেষমেশ উভয়েই এই ম্যাচটিতে অংশগ্রহণ করতে পারেনি। লায়ন্স তাদের অনুপস্থিতির কারণও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে।

একটি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে লায়ন্স জানিয়েছে, “বাভুমার একটি ব্যক্তিগত কাজ রয়েছে এবং রাবাডার গোড়ালিতে একটি নিগল রয়েছে।” উল্লেখযোগ্যভাবে, এটিতে একথাও বলা হয়েছে যে লায়ন্সের কোচ রাসেল ডমিঙ্গো হতাশ কারণ কাগিসো রাবাডা এবং টেম্বা বাভুমা উভয়েই অনুপলব্ধ।

কাগিসো রাবাডা দক্ষিণ আফ্রিকা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তাই তিনি যদি প্ৰথম টেস্টের আগে সেরে উঠতে না পারেন তাহলে দক্ষিণ আফ্রিকা সমস্যার মধ্যে পড়ে যাবে। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ খেলার সময় তার গোড়ালিতে সমস্যা দেখা দিয়েছিল। এই চোটের কারণে তিনি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষের দিকে বল করতে পারেননি।

শেষ টি-২০ ম্যাচটিতে খেলবেন না জেরাল্ড কোয়েটজি এবং মার্কো জ্যানসেন

ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজটিতে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্ৰথম ম্যাচটি বৃষ্টির কারণে পুরোপুরিভাবে ভেস্তে গিয়েছিল। এরপর, দ্বিতীয় ম্যাচটিতেও বৃষ্টির উপস্থিতি ছিল। তবে শেষমেশ ম্যাচটিতে ফলাফল পাওয়া গিয়েছিল। এই ম্যাচটিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ উইকেটে জয় পেয়েছিল এডেন মার্করামের নেতৃত্বাধীন দল। উল্লেখযোগ্যভাবে, জেরাল্ড কোয়েটজি এবং মার্কো জ্যানসেনের নাম শেষ টি-২০ ম্যাচটি থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও, আসন্ন ওডিআই সিরিজটিতেও এই দুই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, ডিন এলগার, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, এডেন মার্করাম, উইয়ান মুলডার, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাডা, ট্রিস্টান স্টাবস এবং কাইল ভেরিনে।

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কওয়াড়, ইশান কিষান, কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি*, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ।

The post ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে প্রস্তুতি নিতে পারবেন না কাগিসো রাবাডা, সরে দাঁড়ালেন টেম্বা বাভুমাও appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador