Australia ODI team. (Photo by Pankaj Nangia/Getty Images)
সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ভারতের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে দুই দলের জন্যই এটি শেষ সিরিজ। সুতরাং, রোহিত শর্মার নেতৃত্বাধীন দল এবং প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল উভয়ের জন্যই এই সিরিজটি গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আসন্ন ওডিআই বিশ্বকাপটি ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে। সুতরাং, বিশ্বকাপের আগে এই সিরিজটি খেলার মাধ্যমে ভারতের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবে অস্ট্রেলিয়া। ২২শে সেপ্টেম্বর, শুক্রবার থেকে ভারত বনাম অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওডিআই সিরিজটি শুরু হবে। প্ৰথম ম্যাচটি মোহালির ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২৪শে সেপ্টেম্বর, রবিবার, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ২৭শে সেপ্টেম্বর, বুধবার, রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া দলে কামব্যাক করেছেন স্টিভ স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েল। এই দুজন খেলোয়াড়ই অস্ট্রেলিয়া দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে স্মিথ এবং ম্যাক্সওয়েলের তরফ থেকে অবশ্যই ভালো পারফরম্যান্স দেখতে চাইবে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের সমর্থকরা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার সাথে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত। ১৭ই সেপ্টেম্বর, রবিবার, এই সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে। উভয় দলই এখনও পর্যন্ত ২টি করে ম্যাচ জিতেছে। সুতরাং, শেষ ম্যাচটিতে সিরিজের বিজেতার নাম জানা যাবে।
সিরিজের প্ৰথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল। দক্ষিণ আফ্রিকা প্ৰথম এবং দ্বিতীয় ম্যাচে যথাক্রমে ৩ উইকেট এবং ১২৩ রানে পরাজিত হয়েছিল। এরপর টেম্বা বাভুমার নেতৃত্বাধীন সিরিজে দারুণভাবে কামব্যাক করে। তারা তৃতীয় এবং চতুর্থ ম্যাচে যথাক্রমে ১১১ রান এবং ১৬৪ রানে জয় পেয়েছিল। পঞ্চম ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা প্ৰথমে ব্যাটিং করছে। শেষমেশ এই ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, জশ ইঙ্গলিস, স্পেন্সার জনসন, মার্নাস ল্যাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তনভীর সংঘ, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
The post ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া appeared first on CricTracker Bengali.