Mitchell Starc. ( Pankaj Nangia/Getty Images )
শুক্রবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে দুই দলের সামনেই এই সিরিজ হল প্রস্তুতির শেষ মঞ্চ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। বিশ্বকাপের মঞ্চেও প্রথম ম্যাচে এই দুই দল একে অপরের বিরুদ্ধে নামতে চলেছে। সেই মঞ্চেই দীর্ঘদিন পর ফের সাদা বলের ফর্ম্যাটে নামতে চলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু ভারতের বিরুদ্ধে তাদের সেরা ক্রিকেটারকে প্রথম ম্যাচে পাবে না অস্ট্রেলিয়া। চোটের জন্যই প্রথম ম্যাচে খেতে পারবেন না মিচেল স্টার্ক।
অ্যাশেজের সময়ই তাঁর পেশীতে চোট লেগেছিল। বিশ্বকাপের কথা মাথায় রেখে মিচেল স্টার্ককে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। তিনি যে অস্ট্রেলিয়া শিবিরের অন্যতম সেরা অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। ভারতের বিরুদ্ধে এই সিরিজেই মাঠে ফিরেছেন মিচেল স্টার্ক। কিন্তু প্রথম ম্যাচে খেলতে পারবেন না মিচেল স্টার্ক। সুস্থ হলেও হাল্কা অসুবিধা রয়েছে তাঁর। আর সেই কারণেই য়ে এই তারকা ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট বাড়তি ঝুঁকি নিতে চাইছে না তা বলাই বাহুল্য।
অ্যাশেজের সময়ই চোট পেয়েছিলেন মিচেল স্টার্ক
মিচেল স্টার্কের সঙ্গেই এই সিরিজে অস্ট্রেলিয়া শিবিরে ফিরেছেন প্যাট কামিন্সও। সবকিছু ঠিকঠাক চললে প্রায় ১০ মাস পর ফের অস্ট্রেলিয়ার জার্সিতে একদিনের ক্রিকেটের মঞ্চে নামতে চলেছেন প্যাট কামিন্স। সদ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ শেষ হয়েছে অস্ট্রেলিয়ার। সেখানে স্কোয়াডে থাকলেও অস্ট্রেলিয়ার হয়ে একটিও ম্যাচে খেলতে পারেননি তিনি। একেবারে ভারতের বিরুদ্ধেই নামতে চলেছেন এই তারকা ক্রিকেটার। প্যাট কামিন্সের ফেরাটা যে অস্ট্রেলিয়া শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না।
কিন্তু মিচেল স্টার্ককে নিয়ে ক্রমশই বাড়চে চিন্তা। এই মুহূর্ত আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সফল অস্ট্রেলিয়ান ক্রিকেটার হলেন মিচেল স্টার্ক। গত দুবারের বিশ্বকাপেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মিচেল স্টার্ক। শেষ দুবারই অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট জিতে নিয়েছিলেন মিচেল স্টার্ক।কিন্তু ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে নামতে পারবেন না মিচেল স্টার্ক। তাঁর জায়গায় কাকে খেলানো হয়সেটাি দেখার।
তবে প্যাট কামিন্সের ফেরাটা আত্মবিশ্বাস যোগাবে অজি শিবিরকে। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব সামলেছিলেন মিচেল মার্শ। বিশ্বকাপের আগেই সেই দায়িত্বে ফিরতে চলেছেন প্যাট কামিন্স।
The post ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে অনিশ্চিত মিচেল স্টার্ক appeared first on CricTracker Bengali.