Babar Azam. (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)
১০ই সেপ্টেম্বর, রবিবার, এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। এই ম্যাচের আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বলেছিলেন যে ভারতের বিরুদ্ধে বাবর আজমের রেকর্ড তেমন ভালো নয়।
আকাশ চোপড়া পাকিস্তানের ওপেনার ফখর জামানের ফর্মের ব্যাপারে কথা বলেছেন। চলতি এশিয়া কাপে ২টি ইনিংস খেলে মাত্র ৩৪ রান করেছেন ফখর।
আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে বলেন, “ফখর জামান সত্যিই নীরব। মোটেও রানের মধ্যে নেই তিনি। নতুন বলে এক প্রান্ত থেকে ফখরকে আউট করলে বাবরকে শুরুতেই ৩ নম্বরে ব্যাট করতে আসতে হবে। আপনাকে ফখর জামানের খারাপ ফর্মকে অব্যাহত রাখতে হবে। তার উপর চাপ দিন এবং তিনি ভুল করবেন।”
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের পারফরম্যান্সের সমালোচনায় সরব হয়েছেন আকাশ চোপড়া। বাবর ভারতীয় দলের বিরুদ্ধে এখনও পর্যন্ত একটিও অর্ধশতরান করতে পারেননি। প্রাক্তন ভারতীয় ওপেনার এই বিষয়টি উল্লেখ করেছেন। বাবর ভারতের বিরুদ্ধে ৫টি ইনিংস খেলে ১৫৮ রান করেছেন। এই রান তিনি ৩১.৬০ গড়ে করেছেন। ভারতের বিরুদ্ধে তার সর্বোচ্চ রান হল ৪৮।
আকাশ চোপড়া বলেন, “ভারতীয় দলের বিরুদ্ধে বাবর আজমের রেকর্ড খুব একটা ভালো নয়। ওডিআই ক্রিকেটে আজ পর্যন্ত একটি অর্ধশতরানও করতে পারেননি তিনি। আমাদের প্রতিবেশীরা কিং বাবর বলেন এবং আমি একমত হতে প্রস্তুত যে তিনি একজন শক্তিশালী খেলোয়াড়, কিন্তু আমরা যদি আমাদের খেলোয়াড়দের বিচার করি যখন তারা নকআউট খেলায় বা অস্ট্রেলিয়া বা পাকিস্তানের বিরুদ্ধে আউট হয়, তাহলে আমাদের বাবরকে একইভাবে বিচার করতে হবে।”
“ভারতের কাছে হেরে গেলে তারা শান্তিতে ঘুমায় না” – আকাশ চোপড়া
আকাশ চোপড়া বলেছেন যে বাবর আজম ভারতের বিরুদ্ধে রান করেন না এবং ভারতীয় বোলারদের এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করা উচিত। বাবর চলতি এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে ১৩১ বলে ১৫১ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে তিনি খুব বেশি রান করতে পারেননি।
৪৫ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটার বলেন, “ভারতের বিরুদ্ধে তিনি রান করেননি। তিনি সবাইকে হিট করেন কিন্তু ভারতের বিরুদ্ধে আউট হন। তাই এটা চালিয়ে যান। বাবরের উপরেও চাপ থাকবে। ভারতের কাছে হেরে গেলে তারা শান্তিতে ঘুমায় না।”
The post ভারতের বিরুদ্ধে বাবর আজমের খারাপ রেকর্ড নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.