Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

ভারতের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে নেই মুশফিকুর রহিম

সেপ্টে. 13, 2023

No tags for this post.

Mushfiqur Rahim. (Photo Source: MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

পাকিস্তানের কাছে হারের পরই এবারের মতো এশিয়া কাপের ফাইনালের আশা শেষ হয়ে গিয়েছিল । আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে এবারের মতো তাদের সেষ ম্যাচে নামচে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে ভারত। অন্যদিকে বাংলাদেশেরও কোনও আশা নেই। দুই দলের কাছেই যে এই ম্যাচ নিয়মরক্ষার তা বলার অপেক্ষা রাখে না। তবে সেই ম্যাচে নামার আগেও অস্বস্তির আবহ বাংলাদেশ শিবিরে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন মুখফিকুর রহিম।

গত সোমবারই বাবা হয়েছেন বাংলাদেশের তারকা করিকেটার মিসফিকুর রহিম। সেই কারণেই ইতিমধে্যে দেশে ফিরে এসেছেন এই তারকা ক্রিকেটার। আগা্ী কয়েকটাদিন পরিবারের সঙ্গই কাটাতে চান তিনি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ,সহ ক্রিকেট বোর্ডও তাঁর এই আবেদনকে সম্মান জানিয়ে সেই ছাড়াপত্র দিয়েছে। সেই কারণেই শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে মুশফিকুর রহিমকে ছাড়াই নামতে চলেছে বাংলাদেশ বাহিনী। ভারতের বিরুদ্ধে এমন তারকা ক্রিকেটারার অনুপস্থিতিতি যে তাদের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না।

কয়েকদিন আগেই এক কন্যা সন্তানের বাবা হয়েছেন মুশফিকুর রহিম

এবারের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ বাদ দিলে কোনও ম্যাচেই সাকিব অল হাসানরা ভাল ব্যাটিং পারফরম্যান্স দেখাতে পারেনি। যদিও তাদের দলের কয়েকজন তারকা ক্রিকেটার এবারের এশিয়া কাপের মঞ্চে আসতে পারেননি। তবুও বাংলাদেশ নজেদের ব্য়াটিং পারফরম্যান্স  সেভাবে প্রদর্শন করতে পারেননি। পাকিস্তানের কাছে হারের পরই নিজেদের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সমালোচনা শোনা গিয়েছিল খোদ বাংলাদেশ অধিনায়ক সাকিব অল হাসানের মুখে। এবার মুশফিকুর রহিমের না থাকাটা বাংসাদেশ শিবিরের কাছে আরও বড় ধাক্কা বলেই মনে করছেন সকলে।

এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চে এখনও পর্কযন্ত একটিও ম্যাচেজিততে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কা থেকে পাকিস্তানের কাছে লহেরেই সাজঘরে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। এবার শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে নামতে চলেছে বাংলাদেশ। এশিয়া কাপের শেষ ম্যাচেজয়ের জন্য মরিয় হয়ে রয়েছে বাংলাদেশ। কিন্তু সেখানেই দলের অন্যতম সেরা তারকার অনুপস্থিতিত বাংলাদেশের ব্যাটিং লাইআপকে যে আরও বেশী দুর্বল করে দেবে তা বলার অপেক্ষা রাখে না।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। তার আগে বাংলাদশের এমন পারফরম্যান্স যে তাদের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

The post ভারতের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে নেই মুশফিকুর রহিম appeared first on CricTracker Bengali.

Related Posts

বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান লড়াইয়ের ম্যাচ অফিলিয়ালসদের তালিকা প্রস্তুত আইসিসির

বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান লড়াইয়ের ম্যাচ অফিলিয়ালসদের তালিকা প্রস্তুত আইসিসির

Rohit Sharma & Babar Azam. ( Image Source: Twitter ) আগামী ১৪ অক্টেবর বিশ্ব ক্রিকেটের মঞ্চে সবচেয়ে বড় লড়াই। বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ ঘিরো এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। সময় যত এগোচ্ছে ততই চড়তে শুরু করেছে ভারত...

নিজের প্রিয় বোলারের নাম জানালেন পাকিস্তানের প্রতিভাবান পেসার হারিস রউফ

নিজের প্রিয় বোলারের নাম জানালেন পাকিস্তানের প্রতিভাবান পেসার হারিস রউফ

Haris Rauf. (Photo by SURJEET YADAV/AFP via Getty Images) সম্প্রতি নিজের সবথেকে পছন্দের বোলারের নাম জানিয়েছেন পাকিস্তানের প্রতিভাবান পেসার হারিস রউফ। পাকিস্তান থেকে আমরা অনেক বড় বড় পেসারদের উঠে আসতে দেখেছি। বর্তমানে তাদের পেস আক্রমণের একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন রউফ।...

শুভমন গিলের পারফরম্যান্সের প্রশংসায় শ্রেয়স আইয়ার

শুভমন গিলের পারফরম্যান্সের প্রশংসায় শ্রেয়স আইয়ার

Shubman Gill & Shreyas Iyer. ( Photo Source: SAJJAD HUSSAIN/AFP via Getty Images ) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোরেই সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতীয় দলের। শেষ ম্যাচে রাজককোটে নামবে ভারতীয় দল। সেখানে জিততে পারলেই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা সম্পূর্ণ হবে টিম...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador
Generated by Feedzy