Gautam Gambhir. (Photo Source: Twitter)
বিশ্বকাপের আগে শেষ সিরিজে নেমেছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে নেমেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জেতাই এখন ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। একইসঙ্গে বিশ্বকাপের প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়ার মুখোমুখি টিম ইন্ডিয়া। বিশ্বকাপে সাফল্য পেতে গেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে ভারতকে জিততেই হবে। মনে করছেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। তাঁর মতে বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার থেকে ভয়ঙ্কর আর কোনও দল নেই। এই সিরিজ ভারতীয় দলকে জিততেই হবে বলে মনে করছেন গম্ভীর।
শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছে ভারতীয় দল। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বিশেষ করে মহম্মদ সামির পারফরম্যান্স এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের রাস্তাটা প্রস্তুত করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলকে এমন পারফরম্যান্সই যে ধরে রাখতে হবে তা মানতে কোনও দ্বিধা নেই গৌতম গম্ভীরের। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ারক বিরুদ্ধে এই সিরিজ জয় ভারতীয় দলকে আত্মবি্শ্বাস যোগাবে বলেই মনে করছেন তিনি।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে ভারত
এখনও পর্যন্ত সবচেয়ে বেশী বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। গৌতম গম্ভীরের মতে অস্ট্রেলিয়া বিশ্বকাপের মঞ্চে নামলেই অন্যরকম হয়ে যায়। তাদের ক্রিকেটারদের মানসিকতাও যে বদলে যায় তা বলতে কোনও দ্বিধা নেই এই প্রাক্তন তারকা ক্রিকেটারের। সেই কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেএইঅ সিরিজে কোনও মতেই ভারতের হেরে গেলে চলবে না বলেই মনে করছেন তিনি। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে নিজেদের আত্মবিশ্বাস ভারতীয় দল বাড়াতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এই প্রসঙ্গে গৌতম গম্ভীর জানিয়েছেন, “যেকোনও আইসিসি প্রতিযোগিতাতেই অস্ট্রেলিয়া হল অন্যতম শক্তিশালী দল। সেখানেই র্যাঙ্কিংয়ের বিষয়টা একেবারেই মাথায় থেকে ফেলে দেওয়া উচিত্। র্যাঙ্কিংয়ের এখানে কোনও মানেই নেই। ক্রম তালিকায় যেকোনও পজিশনে দল থাকতেই পারে। কিন্তু অস্ট্রেলিয়া যখনই কোনও বড প্রতিযেগিতায় আসে, বিশেষ করে বিশ্বকাপের মতো কোনও প্রতিযোগিতায় আসে সেই সময়ই যেন তারা ক্রিকেটার পেয়ে যায়। সেই সময়ই যেন তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। সেই সমস্ত বড় মুহূর্তগুলো অস্ট্রেলিয়া খেলার জন্য প্রস্তুত হয়ে যায়”।
গৌতম গম্ভীর আরও জানিয়েছেন, “আমি মনে করি যে এই বিশ্বকাপ যদি আমরা জিততে চাই, তবে অস্ট্রেলিয়ার ম্যাচ আমাদের কাছে সবচেয়ে গুরপুত্বপূর্ণ। আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই যাত্রা শুরু করছি। এর থেকে ভাল কিছু আর নেই”।
The post ভারতের বিশ্বকাপ জিততে হলে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে, মনে করছেন গৌতম গম্ভীর appeared first on CricTracker Bengali.