Babar Azam. ( Image Source: Instagram )
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। এরপরই শুরু হতে চলেছে ক্রিকেটের বিশ্ব জয়ের লড়াই। ইতিমধ্যেই প্রতিটি দল ভারতে আতে শরুু করেছে। বুধবারই ভারতে পৌঁছেছে পাকিস্তান। হায়দরাবাদেই প্রখথম প্রস্তুতি ম্যাচে নামবে পাকিস্তান। সেখানে তাদের স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন বহু ক্রিকেট অনুগামী। আর তাতেই আপ্লুত পাকিস্তান অধিনাক বাবর আজম। বিশ্বকাপের মঞ্চে আগামী ৬ অক্টোবর যাত্রা শুরু করতে চলেছে পাকিস্তান। ভারতের মাটিতে পা রাখার পরই নিজের অভিব্যক্তি চেপে রাখতে পারলেন না পাকিস্তানের অধিনায়ক।
বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। বিশ্বকাপের এই হাউ ভোল্টেজ ম্যাচের দিকেই যে সকলে তাকিয়ে রয়েছে তা বলাই বাহুল্য। সেই বিশ্বকাপের মঞ্চে সাফল্যের খোঁজেই ভারতের মাটিতে পৌঁছল পাকিস্তান। সেখানেই তাদের স্বাগত জানানোর যে ব্যবস্থা হয়েছিল তা দেখেই আপ্লুত হয়েছেন বাবর আজম সহ পাকিস্তান ক্রিকেটাররা।
৬ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে নামবেন বাবর আজমরা
বিশ্বকাপের আগেই ওডিআই দলের ক্রমন তালিকায় নিজেদের পদ হারিয়েছে পাকিস্তান। শীর্ষস্থানে তাদের সরিয়ে জায়হা করে নিয়েছে ভারতীয় দল। সেইসঙ্গে এশিয়া কাপের মঞ্চেও ভারতীয় দলের কাছে সাফল্য পেতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান বাহিনী। ভারতের কাছে সুপার ফোরের মঞ্চে বিরাট ব্যবধানে হারতে হয়েছিল পাক বাহীনিকে। সেই হারের ক্ষত যে এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেটারদের মনে তাজা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে সেই প্রকতিশোধ নিতে যে পাকিস্তান প্রস্তুত তাও বলার অপেক্ষা রাখে না।
সেই লক্ষ্যেই বুধবার ভারতে পৌঁছে পাকিস্তান। হায়দরাবাদে তাদের স্বাগত জানাচে এসেছিলেন বহু ক্রিকেট অনুগামী। আর সেই চটিত্র দেখেই আপ্লুত হয়েছেন বাবর আজম। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আমি অভিভূত এবং তাদের সমর্থনের জন্য আপ্লুত”। আগামী ৬ অক্টোবর বিস্বকাপের মঞ্চে যাত্রা শুরু করতে চলেছে পাক বাহিনী। ১৯৯২ সালের পর থেকে পাকিস্তানের বিশ্বকাপ জয়েরপ খরা অব্যহত।
ভারতের মাটিতে বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে পাকিস্তান। সেখানেই শেষপর্যন্ত তারা সাফল্য পায় কিনা তা তো সময়ই বলবে। সেই লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচের মঞ্চে হায়দরাবাদে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান। এখন শুধুই বিশ্বকাপের বাইশগজে বল গড়ানোর অপেক্ষা।
The post ভারতের মটিতে পা রেখে অভিভূত পাক অধিনায়ক বাবর আজম appeared first on CricTracker Bengali.