Jos Buttler. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)
বিশ্বকাপ শুরু হতে আর দুমাসও সময় নেই। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। সেখানেই শেষপর্যন্ত কোন দলের হাতে বিশ্বকাপের ট্রফি ওঠে তা তো সময়ই বলবে। তবে এখন থেকেই যে প্রতিটি দলের প্রস্তুতি তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের বিশ্বকাপ। প্রথম ম্যচেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। ভারতের মাটিতে খেলাটা যে বেশ কঠিন তা মানতে দ্বিধা নেই জস বাটলারের। তবে আইপিএলে খেলার অভিজ্ঞতাটাই তাদের সাহায্য করবে বলে মনে করছেন জস বাটলার।
গতবার নিউ জিল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ব্রিটিশ বাহিনী। সেই ধারা এবারও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে ইংল্যান্ড। তবে ভারতের মাটিতে খেলতে নামার আগে বেশ সাবধান ব্রিটিশ শিবির। কয়েকমাস আগেই শেষ হয়েছে এবারের আইপিএল। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ব্রিটিশ শিবিরের তারকা ক্রিকেটার জস বাটলার। সেই অভিজ্ঞতাই যে ভারতের মাটিতে বিশ্বকাপেও তাদের সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না।
গতবারের আইপিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলেন জস বাটলার
আইপিএলের মঞ্চে এই মুহূর্তে রাজস্থান রয়্যালস শিবিরে রয়েছেন জস বাটলার। গতবার আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন এই তারকা ক্রিকেটার। সেই অভিজ্ঞতাই যে তিনি এবার ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপের মঞ্চেও কাজে লাগাবেন তা বলার অপেক্ষা রাখে না। সেই কথাই শোনা গেল জস বাটলারের মুখেও। তিনি ছাড়াও বেশ কয়েকজন ইংল্যান্ডের ক্রিকেটার আইপিএলের মঞ্চে রয়েছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবার ভারতের ঘরের মাটিতে বিশ্বকাপে সাফল্য পাওয়ার আশায় জস বাটলার।
এই প্রসঙ্গে জস বাটলার জানিয়েছেন, “ইংল্যান্ডের কাছে এটা অবশ্যই একটা অ্যাডভানেট্জ নয়। তবে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এই আমরা অনেকেই এখানে আইপিএলের ম়ঞ্চে খেলতে এসেছি এবং এখানে কী হতে পারে সেই ব্যপারে অবগত রয়েছি। আর সেটাই সকলকে প্রস্তুত হতে অনেকটা সাহায্য করে”।
গতবারের বিশ্বকাপে ফাইনাবের মঞ্চে বেন স্টোকসের পারফরম্যান্সের সৌজন্যে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ইংল্যান্ড। সেই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন জস বাটলারও। ৩০০-এর রান করেছিলেন এই তারকা ক্রিকেটার। আইপিএলের সৌজন্যে বারতের প্রতিটি ভেন্যুতেই খেলার অভিজ্ঞতা রয়েছে জস বাটলারের। সেটাই যে তিনি এবার কাজে লাগাতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না।
The post ভারতের মাটিতে আইপিএল খেলার অভিজ্ঞতাই বিশ্বকাপে কাজে লাগাতে চান জস বাটলার appeared first on CricTracker Bengali.