David Warner. ( Photo Source: Instagram)
বিশ্বকাপের আগেই শেষ সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। ওডিআই বিশ্বকাপের আগে এটিই দুই দলের সামনে শেষ ওডিআই সি্রিজ। এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। ওডিআই সিরিজ খিলতে ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া ব্রিগেড। ভারতের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার আরেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ভারতেরক মাটিতে পা রেখেই উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
বিশ্বকাপের আগে চিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্ব জয়ের লড়াইয়ে নামার আগে এটাই যে দুই দলের সামনে শেষ পরীক্ষার মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না। সেই নিয়েই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকশ। কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার বি্রুদ্ধে ওডিআই সিরিজ শেষ হয়েছে অস্ট্রেলিয়ার। সেই সিরিজে শুরুর দিকে এগিয়ে থাকলেও শেষরক্ষা করতে পারেনি অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার কাছে তারা ২-৩-এ সিরিজ হেরে গিয়েছে। ভারতের বিরুদ্ধে এই সিরিজ জিততে পারলে যে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।
দক্ষিণ আফ্রিকার কাছে শেষ ওডিআই সিরিজে ২-৩-এ হেরে গিয়েছে অস্ট্রেলিয়া
শেষবার ভারতের বিরুদ্ধে এই বছরই নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানে অবশ্য বর্ডার গাভাসকর ট্রফিতে হেরেই ফিরতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। সেইউ সিরিজেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি ডেভিড ওয়ার্নার। এবার ফের একবার ভারতের বিরুদ্ধে নামছেন তিনি্। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই যে এবার ডেভিড ওয়ার্নারও এবার ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত ডেভিড ওয়ার্নার বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে বড় রানে ফিরতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
ভারতের মাটিতে পা রেখেই ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, “বরাবরই ভারতের মাটিতে আসার পর আমি অত্যন্ত উচ্ছ্বসিত থাকি। এখানে সবসময়ই আমরা অত্যন্ত ভাল ব্যবহার পাই এবং এখানে সবসময়ই এখানে অত্যন্ত ভাল সুরক্ষা পাই আমরা”।
এবারের বিশ্বকাপই কার্যত ডেভিড ওয়ার্নারের শেষ ক্রিকেট প্রতিযোগিতা হতে চলেছে। বেশ কয়েকদিন আগেই তাঁর ক্রিকেট থেকে অবসরের একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। বিশ্বকাপের পরই ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ডেভিড ওয়ার্নার। সেজন্য এই বিশ্বকাপের মঞ্চকে যে ডেভিড ওয়ার্নার নিজের কাছে স্মরণীয় করে রাখতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। আগামী ২২ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে অস্ট্রেলিয়া।
The post ভারতের মাটিতে পা রেখে উচ্ছ্বসিত ডেভিড ওয়ার্নার appeared first on CricTracker Bengali.