Misbah-ul-Haq. (Photo by ARIF ALI/PID/AFP via Getty Images)
ওডিআই বিশ্বকাপের সূচী আগেই ঘোষণা হয়ে গিয়েছে। বিশ্বকাপের ম়্চে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাকিস্তান ম্যাচের দীনও ঘোষণা হয়ে গিয়েছে। সেই থেকেই যে ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ফের পাকিস্তানের বিশ্বকাপ খেলতে আসা নিয়ে একটা সংশয় দেখা গিয়েছে। সেই প্রসঙ্গেই এবার খানিকটা ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার মিলবা উল হক। তাঁর মতে ভারতের মাটিতে হলেও, বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের খেলতে যাওয়াটা উচিত্। সমর্থকদের এই ম্যাচ থেকে বঞ্চিত না করার বার্তাই দিয়েছেন তিনি।
সূচী ঘোষণা হলেও পাকিস্তানের ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে ধোঁয়াশা এখনও পর্যন্ত কাটেনি। নিরাপত্তা জনিকত কারণের জেরে এবারের এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না ভারতীয় দল। বহু আলোচনার পর শেষপর্যন্ত শ্রীলঙ্কাতেই ভারতীয় দলের খেলার ব্যবস্থা করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও তা মেনে নিয়েছিল। এরপর সবকিছু ঠুকঠাকই চলছিল। কিন্তু বিশ্বকাপের সূচী ঘোষণা হওয়ার পর কয়েকদিন পর থেকেই ফের বেসুরো কথা বলতে শুরু করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা।
১৫ অক্টোবর বিশ্বকাপে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান
ভারতের নিরপেক্ষ ভেন্যুতে খেলার উদাহরণ দিয়ে তাদেরও বিশ্বকাপের মঞ্চে ভারতের মাটিতে খেলতে আসা নিয়ে নানান অজুহাত দিতে শুরু করেছেন। শুধুমাত্র তাই নয়, ভারতের মাটিতে পাকিস্তানের খেলতে আসাটাও নাকি এখন তাদের সরকারের ইচ্ছার ওপর নির্ভর করছে। যদিও শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। শোনাযাচ্ছে তাদের সরকারের তরফে একটি দল এসে নিরাপত্তা ব্যবস্থা দেখে যাওয়ার পরই পাকিস্তান ক্রিকেট দলকে খেলতে আসার ছাড়পত্র দেবে। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার মিসবা উল হক।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “ভারতের মাটিতে হলেও পাকিস্তানের অবশ্যই বিশ্বকাপ খেলা উচিত্। আমি এর আগে বহু ম্যাচ ভারতে খেলেছি। সেখানে একটা আলাদ চাপ থাকে , বিশেষ করে দর্শকদের চাপ থাকে। আর সেই চাপটাই আলাদা আত্মবিশ্বাস তৈরি করে দেয়। এছাড়া ভারতের আবহাওয়া ও পরিস্থিতিও আমাদের সাহায্য করে। ভারতীয় আবহাওয়ায় আমাদের দলের ক্রিকেটারদের ভাল পারফরম্যান্স করার সুযোগ থাকে”।
এবারের বিশ্বকাপে ১৫ অক্টোবর একে এপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আহমেদাবাদেই হবে সেই হাই ভোল্টেজ ম্যাচ। আর সেই ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
The post ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত্ পাকিস্তানের, মনে করছেন মিসবাহ উল হক appeared first on CricTracker Bengali.