ভারত এই সিরিজে অনেকটাই এগিয়ে ছিল, মত অ্যান্ডারসনের

মার্চ 12, 2024

Spread the love

James Anderson. (Photo by Visionhaus/Getty Images)

প্রথম টেস্টে এগিয়ে থেকে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড শিবির। কিন্তু শেষ পর্যন্ত ১-৪ ব্যবধানে সিরিজ হারতে হয় তাঁদের। ধর্মশালায় শেষ টেস্টে ৭০০ উইকেটের মাইল ফলকে পা রেখেছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের অভিজ্ঞ জোরে বোলারের মুখে শোনা গেল ভারতীয় দলের প্রশংসা। ধর্মশালায় টেস্ট ম্যাচের মুহূর্তের ছবি দিয়ে অ্যান্ডারসন সমাজ মাধ্যমে লিখেছেন, ‘ এই সিরিজের সমাপ্তিটা খুবই বেদনাদায়ক ছিল আমাদের জন্য। তবে মানতেই হবে এবার ভারত আমাদের থেকে অনেক ভালো দল ছিল। বিগত কয়েক মাসে আমরা প্রত্যেকে নিজেদের সেরাটা দিয়ে ক্রিকেট খেলার চেষ্টা করেছি। এমন একটা দলের প্রতিনিধিত্ব করতে পেরে খুবই আনন্দিত। ভবিষ্যতে উন্নতির মাধ্যমে আমরা ক্রিকেটপ্রেমীদের আরো আনন্দ দেওয়ার চেষ্টা করব।’ তিনি এর পাশাপাশি আরো যোগ করেন, ‘ দেশের সমর্থকদের ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। বিশেষত সেই সমস্ত সমর্থকদের যা দলের সঙ্গে সর্বত্র ঘুরেছেন। আবার দেখা হবে গ্রীষ্মে।’

ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে জোর ধাক্কা খেয়েছে ইংল্যান্ডের বহুল চর্চিত বাজবল ক্রিকেট সংস্কৃতি। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কোচ ব্রেন্ডন ম্যাকালামও। তিনিও জানিয়েছেন, কিছু পরিমার্জনের প্রয়োজন রয়েছে এই নতুন ঘরানার ক্রিকেটে।

যদিও গোটা সিরিজে ভালো ফল করেছেন জেমস অ্যান্ডারসন। তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে ৭০০ টেস্ট উইকেটের মাইলফলক অর্জন করেছেন। ধর্মশালায় ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের সময় এই অর্জনটি তাঁর ঝুলিতে আসে। এছাড়াও তিনি চারটি টেস্টে অংশ নিয়ে দলের হয়ে ১০ উইকেট তুলে নিয়েছেন। ইংল্যান্ডের প্রাক্তন অফ স্পিনার গ্রায়েম সোয়ান অ্যান্ডারসনের দীর্ঘায়ু কামনা করেছেন ও তার অনবদ্য বোলিংয়ের প্রশংসা করেছেন। তাঁর এই ৭০০ উইকেটের অবিশ্বাস্য কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, এই মুহূর্তে অ্যান্ডারসন বিশ্বের তৃতীয় বোলার হিসেবে শেন ওয়ার্ন ও মুথাইয়া মুরলীধরণের পরবর্তীতেই এই কৃতিত্ব অর্জন করেছেন। যদিও তার পাশাপাশি ইংল্যান্ডের এই সিরিজে অক্ষমতাকে তিনি তুলে ধরেছেন। পরাজয়ের কারণগুলি পর্যবেক্ষণ করতে বলেছেন। এর পাশাপাশি এই কিংবদন্তী স্পিনার, ভারতীয় বোলিং আক্রমণেরও যথেষ্ট প্রশংসা করেছেন। ভারতীয় দলকে বিশ্বমানের আখ্যা দেওয়ার পাশাপাশি কুলদীপের বোলিংয়েরও প্রশংসা করেছেন। যদিও এই মুহূর্তে ইংল্যান্ড শিবিরে বদলের হাওয়া। ম্যাকালাম অভূতপূর্ব ভারতীয় দলের প্রশংসার পাশাপাশি নিজেদের ব্যর্থতা স্বীকার করে দলের স্বার্থে কিছু উল্লেখযোগ্য পরিমার্জনের পথ নিয়েছে বলেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সূত্রে খবর।

https://www.instagram.com/p/C4YBmsVyLSP/?utm_source=ig_web_button_share_sheet

The post ভারত এই সিরিজে অনেকটাই এগিয়ে ছিল, মত অ্যান্ডারসনের appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador