Rohit Sharma & Babar Azam. ( Image Source: Twitter )
৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হতে চলেছে। ১৫ই অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের জন্যেই আহমেদাবাদে হোটেলগুলির ভাড়া অনেক বেড়ে গেছে। ভারত-পাকিস্তান ম্যাচের সময় হোটেল ভাড়া প্রতি রাতের হিসেবে ৫০,০০০ টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। হোটেলের পিছনে যাতে এত টাকা খরচ না হয় তার জন্য একটি বিশেষ উপায় বার করেছে ক্রিকেট ভক্তরা। তারা স্টেডিয়ামের আশেপাশের হাসপাতালগুলির সাথে যোগাযোগ করছে এবং সেখানে এক বা দুই রাত কাটানো যাবে কিনা সেই ব্যাপারে খোঁজ নিচ্ছে।
এই হাসপাতালগুলিতে একদিন থাকার জন্য ৩,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এর মধ্যে খাবার এবং স্বাস্থ্য পরীক্ষার খরচ অন্তর্ভুক্ত রয়েছে। এই ঘরগুলিতে রোগী এবং একজন পরিচারক অর্থাৎ দুইজনকে থাকার অনুমতি দেওয়া হয়। এইখানে থাকলে ক্রিকেট ভক্তদের হোটেল ভাড়ার তুলনায় অনেক কম টাকা খরচ হবে। হোটেলগুলির ভাড়া ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।
এই ব্যাপারে বোপাল এলাকার সন্নিধ্যা মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডিরেক্টর ডঃ পারস শাহ আহমেদাবাদ মিররকে বলেন, “যেহেতু এটি একটি হাসপাতাল, তাই তারা পুরো শরীর পরীক্ষা এবং রাত্রিযাপনের কথা বলছে, সুতরাং, তারা চাইছে যে তাদের দুটো উদ্দেশ্যই যেন পূরণ হয়, থাকার ক্ষেত্রে পয়সা বাঁচানো এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো।”
তিনি আরও বলেন, “আমরাও আমাদের হাসপাতালে ২৪-৪৮ ঘন্টা থাকা যাবে কিনা সেই ব্যাপারে অনেকের জিজ্ঞাসার মুখোমুখি হয়েছি, বিশেষ করে ১৫ই অক্টোবরের কাছাকাছি থাকা দিনগুলির জন্য, কারণ আমাদের একটি সম্পূর্ণ শরীর পরীক্ষা করার প্যাকেজ রয়েছে। ১৫ই অক্টোবর আসন্ন বিশ্বকাপে হতে চলা ভারত-পাকিস্তান ম্যাচের কারণেই এটা হচ্ছে। আমাদের হাসপাতালের মতো, অন্যান্য শহরের হাসপাতালেও পরিস্থিতি একই রকম বলে মনে হচ্ছে। তাই আমরা অন্যান্য স্বাস্থ্য প্যাকেজ নিয়ে আসার কথা ভাবছি।”
এশিয়া কাপে নিজেদের প্ৰথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত
ভারত এবং পাকিস্তান এখন আর একে অপরের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। একমাত্র আইসিসি টুর্নামেন্টেই এই দুটি দল একে অপরের বিরুদ্ধে খেলে।
৩০শে আগস্ট থেকে এশিয়া কাপ শুরু হবে। ২রা সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এই টুর্নামেন্টে যাত্রা শুরু করবে ভারতীয় দল।
The post ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের জন্য হোটেলের ভাড়া বৃদ্ধি পাওয়ায় হসপিটাল বেড বুক করল ক্রিকেট ভক্তরা appeared first on CricTracker Bengali.