IND vs AUS. (Photo Source: ARUN SANKAR/AFP via Getty Images)
২৪শে সেপ্টেম্বর, রবিবার, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে ভারত। এই মুহূর্তে ভারত সিরিজটিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
প্ৰথম ম্যাচটিতে ভারত একটি দারুণ জয় পেয়েছে। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ১০ উইকেটে ২৭৬ রান তুলতে সক্ষম হয়েছিল। ডেভিড ওয়ার্নার ৫৩ বলে ৫২ রান করেছিলেন। জশ ইঙ্গলিস ৪৫ বলে ৪৫ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। এই ম্যাচটিতে ভারতের সবথেকে সফল বোলার ছিলেন মহম্মদ শামি। তিনি ১০ ওভারে ৫১ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছিলেন।
ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন শুভমন গিল। তিনি ৬৩ বলে ৭৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। রুতুরাজ গায়কওয়াড়ও ভালো রান পেয়েছিলেন। তিনি ৭৭ বলে ৭১ রান করেছিলেন। সূর্যকুমার যাদব এবং কেএল রাহুলও অর্ধশতরান পেয়েছিলেন। ভারত ৪৮.৪ ওভারে ৫ উইকেটে ২৮১ রানে পৌঁছেছিল এবং ম্যাচটি জিতে নিয়েছিল।
পিচ রিপোর্ট
হোলকার ক্রিকেট স্টেডিয়ামে বড় রান করা খুব একটা কঠিন নয়। অর্থাৎ, পিচটি থেকে ব্যাটাররা বোলারদের তুলনায় বেশি সাহায্য পাবেন। এই পিচটিতে ভালো বাউন্স রয়েছে এবং এটির বাউন্ডারি খুব একটা বড় নয়। এই মাঠে প্ৰথম এবং দ্বিতীয় ইনিংসের গড় রান হল যথাক্রমে ৩২০ এবং ২৬৭। এখানে এখনও পর্যন্ত ৬টি ওডিআই ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে প্ৰথমে ইনিংসে ব্যাটিং করা দল চারবার জিতেছে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল দুইবার জিতেছে। সুতরাং, এই স্টেডিয়ামের আগের রেকর্ডের কথা মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্ৰথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
সম্ভাব্য একাদশ
ভারত
রুতুরাজ গায়কওয়াড়, শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক), ইশান কিষান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি।
অস্ট্রেলিয়া
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেন, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টোইনিস, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।
ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআইতে হেড টু হেড
ম্যাচ – ১৪৭ | ভারত – ৫৫ | অস্ট্রেলিয়া – ৮২ | অমীমাংসিত – ১০
সম্প্রচার বিবরণী
ম্যাচ – ভারত বনাম অস্ট্রেলিয়া
সময় – দুপুর ১:৩০টা
টেলিভিশন সম্প্রচার – স্পোর্টস ১৮ ১ এসডি এবং স্পোর্টস ১৮ ১ এইচডি
লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা
The post ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় ওডিআই: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.