Naseem Shah. Photo Source: (Surjeet Yadav/Getty Images)
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের তৃতীয় ম্যাচে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান এবং রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচের আগে পাকিস্তানের প্রতিভাবান পেসার নাসিম শাহ বলেছিলেন যে তাদের দল শ্রীলঙ্কার কন্ডিশনে খেলতে অভ্যস্ত। চলতি এশিয়া কাপের আগে শ্রীলঙ্কায় আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল বাবর আজমের নেতৃত্বাধীন দল।
নাসিম শাহ বলেন, “প্রত্যাশা বাড়ার সাথে সাথে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, কারণ চাপ বেড়ে যায়। আমরা সম্প্রতি শ্রীলঙ্কা সফর করেছিলাম এবং এখানে আফগানিস্তানের বিরুদ্ধে একটি সিরিজ খেলেছিলাম, তাই আমরা এই কন্ডিশনে অভ্যস্ত।”
তিনি সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচটির ব্যাপারেও কথা বলেছেন। তার মতে এই ম্যাচটিতে যে দল চাপ বেশি ভালোভাবে সামলাবে তারাই জিতবে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ২৬৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। এই ম্যাচটিতে নাসিম শাহ ৩টি উইকেট শিকার করেছিলেন। বৃষ্টির কারণে এই ম্যাচটিতে কোনও ফলাফল পাওয়া যায়নি।
২০ বছর বয়সী এই পেসার বলেন, “পুরো বিশ্ব এই ম্যাচটি দেখবে এবং লোকেরা এটিকে সবচেয়ে বড় ম্যাচ বলে। প্রত্যেকেরই চাপের সাথে মোকাবিলা করার আলাদা উপায় রয়েছে এবং যে দল এটি বেশি ভালোভাবে করবে তারাই বেশি ভালো পারফর্ম করবে।”
“বোলিং হল পার্টনারশিপ” – নাসিম শাহ
নাসিম শাহ বলেছেন যে বোলিং মানেই পার্টনারশিপ। এশিয়া কাপ ২০২৩-এ এখনও পর্যন্ত ৭টি উইকেট নিয়েছেন নাসিম। অন্যদিকে, তার দুই সতীর্থ হারিস রউফ এবং শাহীন আফ্রিদি যথাক্রমে ৯টি এবং ৮টি উইকেট শিকার করেছেন।
পাকিস্তানের প্ৰতিভাবান পেসার বলেন, “বোলিং হল পার্টনারশিপ। শাহীন শুরুতে সুইং করার চেষ্টা করে এবং আমি ভালো জায়গাগুলিতে বোলিং করার চেষ্টা করি। এটা একটা দলের খেলা। একজন বোলার আক্রমণ করে, অন্যজন রান না দেওয়ার চেষ্টা করে এবং এভাবেই আমরা তিনজন বোলার হিসেবে আমাদের পার্টনারশিপ গড়ে তুলি।”
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা বেশ ভালোভাবেই করেছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল মিলে ১২১ রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন। রোহিত ৪৯ বলে ৫৬ রান করে আউট হন। অন্যদিকে, গিল ৫২ বলে ৫৮ রান করেন।
The post ভারত বনাম পাকিস্তান: আমরা এই কন্ডিশনে অভ্যস্ত, ম্যাচের আগে একথাই বলেছিলেন নাসিম শাহ appeared first on CricTracker Bengali.