ভারত বিশ্বকাপ জিতলে সেটি ক্রিকেটের জন্য খুবই দুঃখজনক মুহূর্ত হত, এমনটাই মনে করছেন আবদুল রাজ্জাক

নভে. 24, 2023

Spread the love

Abdul Razzaq (Photoby LAKRUWAN WANNIARACHCHI/AFP/GettyImages)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিল ভারত। কিন্তু শেষমেশ ট্রফি জিততে পারেনি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। ১৯শে নভেম্বর, রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সদ্য সমাপ্ত ওডিআই বিশ্বকাপের ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মুখোমুখি হয়েছিল ভারত।

সম্প্রতি, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুল রাজ্জাক সদ্য সমাপ্ত ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের ট্রফি জিততে ব্যর্থ হওয়া নিয়ে একটি নেতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ভারত ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ট্রফি জেতার জন্য যোগ্য দল ছিল না। তার মতে, ভারত নিজেদের সুবিধার কথা ভেবে পিচগুলি বানিয়েছিল।

পাকিস্তানের টিভি শো ‘হাসনা মানা হ্যায়’-তে আবদুল রাজ্জাক বলেন, “ভারতীয়রা অত্যধিক আত্মবিশ্বাসী ছিল। ক্রিকেট জিতেছে এবং ভারত হেরেছে। ভারত বিশ্বকাপ জিতলে সেটা খেলার জন্য খুবই দুঃখজনক মুহূর্ত হত। তারা তাদের সুবিধার জন্য কন্ডিশনকে ব্যবহার করেছিল এবং আমি এর আগে আইসিসির কোনো ফাইনালে এত খারাপ পিচ দেখিনি। এটা ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার যে ভারত হেরেছে।”

“ন্যায্য পিচ হওয়া উচিত, ন্যায্য পরিবেশ থাকা উচিত, উভয় দলের জন্যই সমান সুবিধা থাকা উচিত” – আবদুল রাজ্জাক

প্ৰথম সেমিফাইনালে ব্যাটারদের আধিপত্য বিস্তার করতে দেখা গিয়েছিল। সেই ম্যাচে ভারত প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৩৯৭ রান তুলতে সক্ষম হয়েছিল। অন্যদিকে, নিউজিল্যান্ড রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ৩২৭ রান তুলেছিল। দ্বিতীয় সেমিফাইনালে বোলারদের আধিপত্য বিস্তার করতে দেখা গিয়েছিল। সেই ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ২১২ রান তুলেছিল। অস্ট্রেলিয়া ম্যাচটি ৩ উইকেটে জিততে সক্ষম হয়েছিল। আবদুল রাজ্জাক এই দুটি ম্যাচের মধ্যে রানের তারতম্যকে উল্লেখ করেছেন। তিনি এটির মাধ্যমে নিজের মন্তব্যকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা করেছেন।

পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার বলেন, “ভারত জিতলে আমাদের খুব খারাপ লাগত, কারণ তারা কন্ডিশনকে কাজে লাগিয়েছে, একটি সেমিফাইনালে তারা ৪০০ রান করেছিল এবং অন্য দল ৩৫০ রান করেছিল। অপর সেমিফাইনালে, ২২০-২৩০ রান হয়েছিল। তারপর ফাইনালে ২৪০ রান হয়েছিল। তার মানে কিছু ভুল আছে। ন্যায্য পিচ হওয়া উচিত, ন্যায্য পরিবেশ থাকা উচিত, উভয় দলের জন্যই সমান সুবিধা থাকা উচিত। আজও ভারত সুবিধা নিয়েছিল। কোহলি (বিরাট) ১০০ রান করলে ভারত বিশ্বকাপ জিতত।”

The post ভারত বিশ্বকাপ জিতলে সেটি ক্রিকেটের জন্য খুবই দুঃখজনক মুহূর্ত হত, এমনটাই মনে করছেন আবদুল রাজ্জাক appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador