India vs Pakistan. (Photo Source: Twitter)
মহালয়ায় পিতৃপক্ষের অবসান, শুরু দেবীপক্ষের। সেই দিনই ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সমনয় যত এগোচ্ছে ততই যেন উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আহমেদাবাদে ভারতীয় দলের সমর্থনে গ্যালারীর রং যে নীল হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। ভারতের জন্য গলা ফাটাতে প্রস্তুত অগুন্তী ভারতীয় সমর্থক। সেখানেও খানিকটা পিছিয়ে থাকতে চলেছে পাকিস্তান। ভিসা মেলেনি পাক সমর্থকদের। গুজরাতে বিরাট জনসমুদ্রের অপেক্ষায় রয়েছেন সকলে। রোহিত, বিরাটদের জন্য গলা ফাটাতে প্রস্তুত ভারতীয় সমর্থকরা।
এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। যদিও সব ম্যাচের থেকে যে ভারত বনাম পাকিস্তান ম্যাচের অপেক্ষাতেই থাকেন সকলে তা বলাই বাহুল্য। এই ক্ষেত্রেও কার্যত তার অন্যথা হচ্ছে না। বিশ্বকাপের সূচী ঘোষণা হওয়ার পর থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন সকলে। শনিবার মুখোমুখি হতে চলেছে দুই দল। এবার সেই ম্যাচ ঘিরেই চলছে নানান হিসাব নিকাশ। শেষপর্যন্ত কোন দলের মনুখে জয়ের হাসি ফোটে তা নিয়েও চলছে জোর তরজা।
বিশ্বকাপের মঞ্চে সাতবারই ভারতের কাছে হেরেছে পাকিস্তান
সেই ম্যাচেই অবস্য বাবর আজমদের জন্য গলা ফাটাতে উপস্থিত তাকতে পারবেন না পাকিস্তানের সমর্থকরা। শেষ মুহূর্তে পাকিস্তানের কিছু সাংবাদিক ভিসা পেলেও, কোনও পাক সমর্থকদেরই ভিসা দেওয়া হয়নি এবার। অর্থাতে বাবর আজমদের জন্য ভারতের মাটিতে গলা ফাটানোর কোনও সুযোগ নেই তাদের সামনে। এদিন ভারতকে সমর্থনের জন্য যে ভারতীয় সমর্থররাও প্রস্তুত হয়ে গিয়েছে তাও বলার অপেক্ষা রাখে না। ম্যাচের দিন সকাল তেকেই স্টেডিয়ামের সামনে কার্যত ভিড়। স্টেডিয়ামের গেট খোলা হলেই যে দর্শকাসন কানায় কানায় ভরে উঠতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
এমন পরিস্থিতিতে খেলার ক্ষেত্রে সেটা যে বাড়তি একটা চাুপের কাজ করে এঅনেক সময় তা বলার অপেক্ষা রাখে না। যদিও পাক অধিনায়ক বাবরক আজম বহু দর্শকের উপস্থিতিকে খুব একটা চাপ ভাবতে নারাজ। তিনি জানিয়েছেন, এটা এতেবারকেই আমাদের কাছে বাড়তে কোনও চাপ নয়, কারণ আমরা এর আগেও বহু সমর্থকদের সামনে খেলেছি। মেলবোর্ণ সহ বহু হবড় স্টেডিয়ামেই আমরা বহু সমর্থকদের সামনে খেলেছি। অবশ্যই আমি মনে করি যে আহমেদাবাদের গ্যালারীর রং এদিন নীল থাকবে। পাকিস্তানের সমর্থকদের আসার অনুমতি মিললে আমর খুশি হতাম।
এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে একবারও ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পাকিস্তান। সাতবারই হারতে হয়েছে তাদের। এবারও টিম ইন্ডিয়া সেই পরিসংখ্যান বজায় রাখতে পারে কিনা সেটাই দেখার।
The post ভিসা মেলেনি পাকিস্তান সমর্থকদের, আহমেদাবাদে রোহিতদের জন্য গলা ফাটাতে প্রস্তুত সমর্থকরা appeared first on CricTracker Bengali.










