Bhuvneshwar Kumar. (Photo Source: Twitter)
সাম্প্রতিককালে ভারতীয় ক্রিকেটের পরিকল্পনাতে ভূবনেশ্বর কুমার নেই বললেই চলে। সামনের বিশ্বকাপেও যে তাঁর খেলার সম্ভাবনা নেই তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। আর সেই কারণেই কী এবার ক্রিকেট থেকে অবসরের পথে হাঁটতে চলেছেন ভুবনেশ্বর কুমার। অন্তত তাঁর ইনস্টাগ্রামের বায়ো পরিবর্তনের পর হঠাত্ই শুরু হয়েছে তেমন একটা জল্পনা। এতদিন সেখানে ভারতীয় ক্রিকেটার হিসাবে লেখা ছিল। কিন্তু এবার সেই জায়গা থেকেই ক্রিকেটার কথাটা উঠিয়ে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই যেন জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।
শেষবার এশিয়া কাপের মঞ্চে দেখা গিয়েছিল ভূবনেশ্বর কুমারকে। এরপর থেকে আর ভারতীয় দলের হয়েকোনও প্রতিযোগিতাতেই দেখা যায়নি এই তারকা ক্রিকেোটারকে। চোট আঘাতের জেরে বেশীরভাগ সময়টাই মাঠের বাইরে কেটেছে ভুবনেশ্বর কুমারের। সেইসঙ্গে শেষ কয়.েক বছরে খারাপ পারফরম্যান্সও ভুবনেশ্বর কুমারকে ক্রমশ পিছনের দিকে ঠেলে দিয়েছে। সেই পরিস্তিতিতেই ভুবনেশ্বর কুমারের ইনস্টাগ্রামে এমন একটা আপেডেট দেওয়া কিন্তু জল্পনা বাড়ানোরক জন্য যথেষ্ট। শুরু হয়ে গিয়েছে তঁর অবসর নিেয়ে নানান হিসাব নিকাশ।
২০২২ সালের জানুয়ারী মাসে শেষবার ওডিআই ম্যাচ খেলেছিলেন ভুবনেশ্বর কুমার
২০২২ সালের জানুয়ারী মাসে শেষবার ওডিআই ফর্ম্যাটে খেলেছিলেন ভুবনেশ্বর কুমার। এরপর থেকে আর ভারতীয় দেলের হয়ে এই ফর্ম্যাটে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। আগৈামী অক্টোবর থেকে শুরু হতেচলেছে এবারের বিশ্বকাপ। ভারতের মাটিতেই বসতে চলেচে বিশ্বকাপের আসর। সেখানেও যে ভারতীয় দলের জার্সিতে ভুবনেশ্বর কুমারকে দেখতে পাওয়া যাবে না তচা বলাই বহুল্য। আর সেই পরিস্থিতিতেই ভুবনেশ্বর কুমারের নিজস্ব ইনস্টাগ্রামের বায়ো পরিবর্তন যে বেশ চিন্তায় ফেলছে সকলকে তা বলার অপেক্ষা রাখে না।
ভারতীয় দলের হয়েএখনও পর্যন্ত ২১টি টেস্ট খেলেছেন ভূবনেশ্বর কুমার। তার পাশাপাসি ওডিআই ম্যাচ খেলেছেন দেশের হয়ে ১২১টি এবং টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৮৭টি। শেষবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে নেমেছিলেন এই তারকা ক্রিকেটার। ২০১৭-১৮ মরসুমেই শেষবার টেস্টের মঞ্চে দেশের জার্সিতে নেমেছিলেন ভুবনেশ্বর কুমার। এরপর থেকে সেই ফর্ম্যাটেও খেলেননি তিনি। তাঁর পারফরম্যান্সের গ্রাউও চিল ক্রমস নীচের দিকে।
এবারের আইপিএলেও খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি ভুবনেশ্বর কুমার। চলতি আইপিএলে মাত্র ১৬টি উইকেট তুলতে পেরেছিলেন ভুবনেশ্বর কুমার। ১৪টি ম্যাচ খেলেছিলেন তিনি। ভুবনেশ্বর কুমারের ওপর যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট খুব একটা ভরসা রাখতে পারছে না তা বলাই বাহুল্য। এরপরই ভুবনেশ্বর কুমারের ইনস্টাগ্রামের বায়ো পরিবর্তন করে ভারতীয় ক্রিকেটার কথাটা বদলে দেওয়াই যে তাংর অবসর ঘিরে নতুন জল্পনা তৈরি করছে তা বলার অপেক্ষা রাখে না।
The post ভুবনেশ্বর কুমারের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তাঁর অবসরের জল্পনা তুঙ্গে appeared first on CricTracker Bengali.