Mohammed Shami. ( Image Source: Twitter )
মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে বল হাতে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছেন মহম্মদ শামি। তার এই অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। উল্লেখযোগ্যভাবে, প্ৰথম ম্যাচটিতে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলকে পরাজিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।
ভারতীয় দলকে এই ম্যাচটিতে নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল। তিনি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মহম্মদ শামি ১০ ওভারে ৫১ রানের বিনিময়ে ৫টি উইকেট তুলে নিয়েছিলেন। এই অভিজ্ঞ পেসার মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, ম্যাথু শর্ট এবং শন অ্যাবটকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন। অস্ট্রেলিয়া শেষমেশ ৫০ ওভারে ১০ উইকেটে ২৭৬ রান করতে সক্ষম হয়েছিল।
মহম্মদ কাইফ টুইটারে লিখেছেন, “মহম্মদ শামি নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড পেসার। আমার কাছে সে বিশ্বকাপের নায়ক। ভাই কো হালকে মে মাত লেনা (ভাইকে হালকাভাবে নেবেন না)। ফাইফারের জন্য অভিনন্দন।”
Mohammed Shami is easily the world’s most underrated pacer. To me he is a world Cup hero.. bhai ko halke mein mat lena. Congrats on fifer#Shami #INDvsAUS pic.twitter.com/C3U7ELQOjt
— Mohammad Kaif (@MohammadKaif) September 22, 2023
“বিশ্বকাপের আগে ভারত প্রতিশ্রুতিশীল লক্ষণ দেখিয়েছে” – রবিন উথাপ্পা
এই ম্যাচটিতে ভারতীয় দলের প্রদর্শিত ব্যাটিং পারফরম্যান্সের প্রশংসা করেছেন রবিন উথাপ্পা। এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিরও প্রশংসা করেছেন।
রবিন উথাপ্পা টুইটারে লিখেছেন, “ভারতীয় দলের ব্যাটিং অসাধারণ ছিল। ওপেনাররা ভিত্তি স্থাপন করেছিলেন, মিডল অর্ডার শক্তিশালীভাবে শেষ করেছিল, মহম্মদ শামি একটি দারুণ শো দেখিয়েছিলেন। সূর্যকুমার যাদব এবং কেএল রাহুলের অর্ধশতরানও দারুণ ছিল। বিশ্বকাপের আগে ভারত প্রতিশ্রুতিশীল লক্ষণ দেখিয়েছে।”
Team India’s batting was exceptional! Openers laid the foundation, middle order finished strong, and @MdShami11’s 5-wicket haul stole the show. Solid 50’s from @surya_14kumar and @klrahul as well. Promising signs for India ahead of World Cup. #IndvAus
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) September 22, 2023
প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ৫০ ওভারে ১০ উইকেটে ২৭৬ রানে পৌঁছতে সক্ষম হয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার। তিনি ৬টি চার এবং ২টি ছয় সহ ৫৩ বলে ৫২ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। জশ ইঙ্গলিস, স্টিভ স্মিথ এবং মার্নাস ল্যাবুশেন যথাক্রমে ৪৫ বলে ৪৫ রান, ৬০ বলে ৪১ রান এবং ৪৯ বলে ৩৯ রান করেছিলেন। শেষে অধিনায়ক প্যাট কামিন্স ৯ বলে ২১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন।
কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারত ৪৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮১ রানে পৌঁছনোর মাধ্যমে ম্যাচটি জিতে নিয়েছিল। শুভমন গিল এবং রুতুরাজ গায়কওয়াড় যথাক্রমে ৬৩ বলে ৭৪ রান এবং ৭৭ বলে ৭১ রান করেছিলেন। কেএল রাহুল ৬৩ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন। সূর্যকুমার যাদব ৪৯ বলে ৫০ রান করতে সক্ষম হয়েছিলেন। এই ম্যাচটিতে মহম্মদ শামিকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছিল।
The post “মহম্মদ শামি নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড পেসার” – মহম্মদ কাইফ appeared first on CricTracker Bengali.