MS Dhoni. (Image Source: IPL/BCCI)
চেন্নাই সুপার কিংসকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছেন তিনি। বহুবার দলকে তুলেছেন ফাইনালে। সেই মহেন্দ্র সিংহ ধোনি-ই প্রস্তাব পেলেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার। তাকে যখন এই প্রস্তাব করা হয় তিনি বিষয়টি এড়িয়ে যাননি। সরাসরি জবাব দিয়েছেন প্রশ্নের। খোলাখুলি তিনি জানান যে আরসিবি যথেষ্ট ভালো দল। কিন্তু তিনি সেখানে চলে গেলে চেন্নাইয়ের সমর্থকরা যথেষ্ট কষ্ট পাবেন। তা কখনোই তিনি চান না। একটি অনুষ্ঠানে ধোনিকে এই প্রশ্ন করেন আরসিবির এক সমর্থক। তিনি সরাসরি ধোনিকে উদ্দেশ্য করে বলেন, “স্যার এবার আপনি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে চলে আসুন। তাতে আরসিবির সমর্থন আরো বাড়বে। আপনি আসলে আইপিএল জেতার সুযোগও আরসিবির কাছে আরো বেশি পরিমাণে থাকবে। আমাদের দলের ক্রিকেটাররা অনেক বেশি আত্মবিশ্বাস পাবে।”
এই প্রশ্নের জবাবে হাসি ফুটে ওঠে ধোনির মুখে। তিনি সহাস্য ভঙ্গিমায় বিবৃতি দেন, ” আমি আইপিএলে অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু তার বেশি কিছু করতে পারব না। কারন আমি যদি অন্য দলকে সমর্থন করি তাহলে আমার দলের সমর্থকরা কী ভাববে? ওরা যথেষ্ট কষ্ট পাবে। সেটা তো আমি হতে দিতে পারি না।”
ধোনি সেই ভক্তকে এও জানান যে আইপিএলের ১০ দলের মধ্যে শক্তিতে বিশেষ কোনো পার্থক্য নেই।
মাঠে নেমে পরিকল্পনা কাজে লাগানোর সময় প্রত্যেকটা দল তাঁদের স্ট্রাটেজিতে পার্থক্য গড়ে তোলে। সেই পরিস্থিতিতেই কেউ এগিয়ে যায়, কেউ পিছিয়ে যায়। কেউ সাফল্যের মুখ দেখে, কেউ ব্যর্থতার সঙ্গী হয়। ধোনি বলেন, ” আরসিবি একটি যথেষ্ট ভালো দল। কিন্তু ক্রিকেটে নিয়মই হল এটা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। সাফল্যের পাশাপাশি ব্যর্থতার মুখও দেখতে হয়। অনেক সময় বহু ক্রিকেটার চোট পায়। দল তৈরি করতে সমস্যার সম্মুখীন হতে হয়। আমার দলেই তো এখন অনেক সমস্যা রয়েছে। সেগুলি সমাধান করার পরে অন্য দলের দিকে মন দেয়ার এই মুহূর্তে আমার কাছে সময় নেই।”
এ বছর আইপিএলে মনে করা হচ্ছিলো ফাইনালটিই ধোনির শেষ ম্যাচ হতে চলেছে। পরবর্তীতে গুজরাটকে পরাজিত করে পুনরায় চ্যাম্পিয়ন হয় মাহির দল। এমন অপ্রতিরোধ্য জয়ের পর খানিক ভক্তদের আবদারেই পুনরায় মাঠে নামতে দেখা যাবে ৭নম্বর জার্সিধারী মাহিকে। মঙ্গলবার দুবাইয়ে সংঘটিত নিলামের পরবর্তী সময়ে ভক্তরা ইতিমধ্যেই আইপিএলের প্রহর গুনতে শুরু করে দিয়েছে।
The post মহেন্দ্র সিংহ ধোনি প্রস্তাব পেলেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার। appeared first on CricTracker Bengali.