This content has been archived. It may no longer be relevant
Meg Lanning. (Photo Source: Twitter)
মহিলাদের আইপিএলে জয় দিয়েই যাত্রাটা শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্ত বৃহস্পতিবারই সেই যা্রা থেমেছে দিল্লি ক্যাপিটালসের। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছে মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস। খারাপ ব্যাটিং পারফরম্যান্সের জেরেই হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। কিন্তু সতীর্থদের ওপর দোষ চাপাতে একেবারেই নারাজ দিল্লি ক্।াপিটালস অধিনায়ক মেগ ল্যানিং। ম্যাচ হারের পর সব ব্যর্থতার দায় নিজের ওপরই নিয়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক মেগ ল্যানিং। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৮ উইকেটে হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস।
পরপর দুই ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট টেবিলে সীর্ষে থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিল দিল্লি ক্যাপিটালস বাহিনী। সেখানেই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপ। ৮ উইকেটে মুম্বইয়ের কাছে হেরে বিজয়রথ থেমেছিল দিল্লির। কিন্তু দোষারোপের রাস্তায় হাঁটতে একেবারেই নারাজ দিল্লি ক্যাপিটালস অধিনায়ক মেগ ল্যানিং।
মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৮ উইকেটে হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস
ম্যাচের শুরু থেকেই ব্যাট হাতে সমস্যায় পডে়ছিল দিল্লি ক্যাপিটালস। মেগ ল্যানিং চেষ্টা চালালেও দিল্লি ক্যাপিটালসকে বড় রানের রাস্তায় ফেরাতে ব্যর্থই হয়েছিলেন। ৩১ রানমের মদ্যেই ৩ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস বাহিনী। সেখানেই ৪১ বলে ৪৩ রানের ইনিংস খেলেছিলেন মেগ ল্যানিং। আর তাঁর এই রানের সৌজন্যেই কোনওরকমে ১০০ রানের গন্ডী টপকাতে পেরেছিল দিল্লি ক্যাপিটালস। যদিও বড় রান করতে পারেনি তারা। ১০৫ রানেই থেমেছিল দিল্লি। মাত্র দুই উইকেট খুইয়েই সেই ম্যাচ জিতে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
ম্যাচ শেষে নিজের ওপরই সব দায় নিয়েছেন অধিনায়ক মেগ ল্যানিং। তিনি জানিয়েছেন, “সত্যি কথা বলতে কী ১২ ওবার পর্।ন্ত আমরা একই পরিস্থিতির মধ্যে ছিলাম। আর সেখানেই কোনোরকম বড় পার্টনারশিপ গড়ে তুলতে পারিনি আমরা। সবকিছুর জন্য আমার ওপরই সমস্ত দায় তিুলে নিতে প্রস্তুত রয়েছি আমি। আমি ভেবেছিলাম একটু আগে থেকেই আক্রমণাত্মক খেলাটা শুরু করব। সেখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি আউট হয়ে সাজঘরে ফিরেছিলাম। সেটাই আমার কাছে অত্যন্ত হতাশাজনক”।
যদিও মুম্বই ইন্ডিয়ান্স এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুরন্ত ফর্মে ছিল। মাত্র ১৫ ওভারেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ইয়াস্তিকা ভাটিয়া, হ্যালি ম্যাথুজদের হাত ধরে সহজেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
The post মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের দায় নিজের ওপরই নিচ্ছেন মেগ ল্যানিং appeared first on CricTracker Bengali.










