Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

মুম্বই পৌঁছেই ওয়াংখেড়ের পিচ পরীক্ষায় রাহুল দ্রাবিড়

নভে. 13, 2023

No tags for this post.

Rahul Dravid Inspect Pitch. ( Image Source: Twitter )

বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সোমবারই মুম্বই পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। এদিন অবশ্য অনুশীলন নেই ভারতীয় দলের। কিন্তু এখন থেকেই ছক সাজাতে শুরু করে দিয়েছিল ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। মুম্বই পৌঁছনোর পর থেকেই সময় নষ্ট করতে নারাজ ছিল ভারতীয় দলের অধিনায়ক রাহুল দ্রাবিড়। আর সেই পিচতের ছবি সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।

এই পিচেই আফগানিস্তানের বিরুদ্ধে ২০১ রানের ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই পিচেই এবার নামতে চলেছে ভারত ও নিউ জিল্যান্ড। আর সেই পিচের ছবি সামনে আসার পর থেকেই নানান কথাবার্তাও আরম্ভ হয়ে গিয়েছে। এবারের ওয়াংখেড়ে বেশীরভাগ সময়ই ব্যাটারদের পক্ষে গিয়েছে। ভারত বনাম নিউ জিল্যান্ড ম্যাচেও যে রানের ঝলক দেখা যাবে তা কার্যত এই পিচের ছবিতেই স্পষ্ট। সেজন্য দল হোটেলে পৌঁছে হরেলেও রাহুল দ্রাবিডড় আগেই ছুটে গিয়েছেন ওয়াংখেড়ের বাইশগজ দেখার জন্য।

গতবার নিউ জিল্যান্ডের কাছেই হেরে গিয়েছিল ভারতীয় দল

এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। এবার বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে নামছে টিম ইন্ডিয়া। গতবার এই নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই  সেমিপাইনালে হেরে গিয়েছিল ভারতীয় দল। সেই প্রতিশোধই এবার নেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সেই ছক এখন থেকেই কষতে শুরু করে দিয়েছে ভারতীয় দলের থিঙ্কট্যাঙ্ক। যদিও শেষপর্যন্ত তী হবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সোমবারই মুম্বইয়ে পৌঁছে ভারতীয় দলের ক্রিকেটাররা। এদিন অবস্য আর প্রস্তুতিতে নামেনি ভারতীয় দলের ক্রিকেটাররা। সরাসরি টিম হোটেলেই পৌঁছে গিয়েছেন সকলে।

শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল সহ বাকি ক্রিকেটাররা। সেমিফাইনালের মঞ্চেও যে সেই পারফরম্যান্সটাই ধরে রাখতে চাইবেন তারা তা বলার অপেক্ষা্ রাখে না। নিউ জিল্যান্ড বদধের লক্ষ্যে মঙ্গলবারই চূড়ান্ত প্রস্তুতি সারবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপের মঞ্চে একটিও ম্যাচে হারেনি ভারতীয় দল। আত্মবিশ্বাস যে বিরাট কোহলিদের তুঙ্গে রয়েছে তা বেশ স্পষ্ট। সেই ধারাই এবারও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। নিউ জিল্যান্ডও ভারতীয় দলের সামনে কঠিন সড়াই ছুঁড়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। রাচিন রবীন্দ্রদের আটকাতে এখন থেকেই ছক কষা শুরু হয়ে গিয়েছে ভারতীয় শিবিরের অন্দরে।

The post মুম্বই পৌঁছেই ওয়াংখেড়ের পিচ পরীক্ষায় রাহুল দ্রাবিড় appeared first on CricTracker Bengali.

সম্পর্কিত পোস্ট

শেষ টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর নিজের বক্তব্য জানালেন অর্শদীপ সিং

শেষ টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর নিজের বক্তব্য জানালেন অর্শদীপ সিং

Arshdeep Singh. (Photo Source: PUNIT PARANJPE/AFP via Getty Images) পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। শেষ ম্যাচটিতে ভারত প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ২০ ওভারে...

রবি বিষ্ণোইকে প্রশংসায় ভরিয়ে দিলেন সূর্যকুমার যাদব

রবি বিষ্ণোইকে প্রশংসায় ভরিয়ে দিলেন সূর্যকুমার যাদব

Ravi Bishnoi. (Photo Source: Twitter/BCCI) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতের। সেখানেই ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে এবার ছিলেন সূর্যকুমার যাদব। প্রথমবার দেশের জার্সিতে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। প্রথম পরীক্ষাতেই কার্যত ফুল মার্কস...

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ২০২৩-২০২৪: আসন্ন সিরিজগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ২০২৩-২০২৪: আসন্ন সিরিজগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন

India vs South Africa. (Photo Source: Twitter) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি টি-২০, ৩টি ওডিআই এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ১০ই ডিসেম্বর থেকে এই সফরটি শুরু হবে। প্ৰথমে টি-২০ সিরিজটি খেলা হবে। এটি ১৪ই ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর, ওডিআই সিরিজটি শুরু হবে। এটি ১৭ই...

Subscribe to Telegram
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador
Generated by Feedzy