Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মোহাম্মদ সিরাজের বোলিং নিয়ে মুখ খুললেন শেন বন্ড

এপ্রিল 3, 2023

No tags for this post.

Shane Bond. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে শুরুটা বেশ ভালোই হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)। পাঁচবারের আইপিএল বিজেতা মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) ৮ উইকেটে পরাজিত করেছেন ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দল।

প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। এমআইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন তিলক ভার্মা। তিনি ৪৬ বলে ৮৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তবে রোহিত শর্মার দল পাওয়ার প্লেতে খুবই অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিল। মোহাম্মদ সিরাজের দুর্দান্ত স্পেলের সামনে বেশি রান বানাতে পারেননি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা।

আরসিবির অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজ প্ৰথম তিন ওভারে মাত্র ৫ রান দিয়েছিলেন। এর পাশাপাশি এমআইয়ের ওপেনার ইশান কিষানের উইকেটও নেন তিনি। শেষমেশ ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ১ উইকেট নেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ডও ম্যাচের পর সিরাজের এই দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের প্রশংসা করেন।

ম্যাচের পর শেন বন্ড মিডিয়াকে বলেন, “আপনি সিরাজের সেই প্রথম তিন ওভারের দিকে তাকান। তিনি কোনও জায়গা দেননি। তিনি সুন্দরভাবে বাউন্সারের ব্যবহার করেছিলেন এবং সম্ভবত রোহিতকে (শর্মা) তার আউট করা উচিত ছিল। তিনি আমাদের মারার করার জন্য কিছুই দেননি এবং আমাদের কিছু শট খেলতে বাধ্য করেছিলেন এবং তার মাধ্যমে উইকেট পেয়েছেন। যখন একজন লোক পাঁচ রানের জন্য যায়… একটি ছোট মাঠে পাওয়ার প্লেতে আমরা সম্ভবত ২৯ রান করেছি। আমরা সবসময় আট বল পিছনে ছিলাম।”

তিনি আরও বলেন, “আমাদের একটি দীর্ঘ ব্যাটিং ক্রম ছিল; আমরা রান উপরে তোলার চেষ্টা করেছিলাম এবং ১৭০-এ পৌঁছেছিলাম। তাই আমি মনে করি আমরা জানি যে আমরা যদি ভাল শুরু করতে পারি তবে আমাদের যা শক্তি আছে তার সাহায্যে আমরা সব ধরণের রান করতে পারি। সেই ওপেনিং স্পেলটি দুর্দান্ত ছিল। তিনি আজ আমাদের বিপক্ষে খুব ভালো বল করেছেন।”

পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

প্ৰথম ম্যাচ জয় দিয়ে শুরু করায় অবশ্যই আরসিবির আত্মবিশ্বাস এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। অন্যদিকে নতুন অধিনায়ক নীতিশ রানার নেতৃত্বে প্ৰথম ম্যাচে পরাজিত হয়েছে কেকেআর। তারা দ্বিতীয় ম্যাচে অবশ্যই কামব্যাক করতে চাইবে। ৬ই এপ্রিল, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কেকেআর এবং আরসিবি একে অপরের মুখোমুখি হবে।

The post মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মোহাম্মদ সিরাজের বোলিং নিয়ে মুখ খুললেন শেন বন্ড appeared first on CricTracker Bengali.

Related Posts

ওডিআই বিশ্বকাপ ২০১৯-এর মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন

ওডিআই বিশ্বকাপ ২০১৯-এর মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন

Team India. (Photo Source: Twitter) ইংল্যান্ড এবং ওয়েলস যৌথভাবে ওডিআই বিশ্বকাপ ২০১৯-এর আয়োজন করেছিল। এই বিশ্বকাপে ভারত সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে পেরেছিল। এই টুর্নামেন্টটিতে বিরাট কোহলি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ওডিআই বিশ্বকাপ ২০১৯-এর ট্রফি জিতেছিল ইংল্যান্ড। তারা...

ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথে সাতে সাত টিম ইন্ডিয়ার

ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথে সাতে সাত টিম ইন্ডিয়ার

Cricket World Cup Trophy. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images) বিশ্বকাপের ঢাকে কাঠি আগেই পড়ে গিয়েছে। আর সেই সঙ্গেই বিশ্বকাপে্র মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদও। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে...

“যখনই আমরা ভারতে যাই আমরা তাদের ভক্তদের কাছ থেকে ভালোবাসা পাই” – ওডিআই বিশ্বকাপের আগে একথা বললেন বাবর আজম

“যখনই আমরা ভারতে যাই আমরা তাদের ভক্তদের কাছ থেকে ভালোবাসা পাই” – ওডিআই বিশ্বকাপের আগে একথা বললেন বাবর আজম

Babar Azam. (Photo by Matt King-ICC/ICC via Getty Images) ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। এই টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদার হল পাকিস্তান। ভারতের সাথে পাকিস্তানের পরিস্থিতির অনেক মিল আছে। তাই তাদের ভারতের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador
Generated by Feedzy