loader image

Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মোহাম্মদ সিরাজের বোলিং নিয়ে মুখ খুললেন শেন বন্ড

এপ্রিল 3, 2023

No tags for this post.

Shane Bond. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে শুরুটা বেশ ভালোই হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)। পাঁচবারের আইপিএল বিজেতা মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) ৮ উইকেটে পরাজিত করেছেন ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দল।

প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। এমআইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন তিলক ভার্মা। তিনি ৪৬ বলে ৮৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তবে রোহিত শর্মার দল পাওয়ার প্লেতে খুবই অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিল। মোহাম্মদ সিরাজের দুর্দান্ত স্পেলের সামনে বেশি রান বানাতে পারেননি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা।

আরসিবির অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজ প্ৰথম তিন ওভারে মাত্র ৫ রান দিয়েছিলেন। এর পাশাপাশি এমআইয়ের ওপেনার ইশান কিষানের উইকেটও নেন তিনি। শেষমেশ ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ১ উইকেট নেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ডও ম্যাচের পর সিরাজের এই দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের প্রশংসা করেন।

ম্যাচের পর শেন বন্ড মিডিয়াকে বলেন, “আপনি সিরাজের সেই প্রথম তিন ওভারের দিকে তাকান। তিনি কোনও জায়গা দেননি। তিনি সুন্দরভাবে বাউন্সারের ব্যবহার করেছিলেন এবং সম্ভবত রোহিতকে (শর্মা) তার আউট করা উচিত ছিল। তিনি আমাদের মারার করার জন্য কিছুই দেননি এবং আমাদের কিছু শট খেলতে বাধ্য করেছিলেন এবং তার মাধ্যমে উইকেট পেয়েছেন। যখন একজন লোক পাঁচ রানের জন্য যায়… একটি ছোট মাঠে পাওয়ার প্লেতে আমরা সম্ভবত ২৯ রান করেছি। আমরা সবসময় আট বল পিছনে ছিলাম।”

তিনি আরও বলেন, “আমাদের একটি দীর্ঘ ব্যাটিং ক্রম ছিল; আমরা রান উপরে তোলার চেষ্টা করেছিলাম এবং ১৭০-এ পৌঁছেছিলাম। তাই আমি মনে করি আমরা জানি যে আমরা যদি ভাল শুরু করতে পারি তবে আমাদের যা শক্তি আছে তার সাহায্যে আমরা সব ধরণের রান করতে পারি। সেই ওপেনিং স্পেলটি দুর্দান্ত ছিল। তিনি আজ আমাদের বিপক্ষে খুব ভালো বল করেছেন।”

পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

প্ৰথম ম্যাচ জয় দিয়ে শুরু করায় অবশ্যই আরসিবির আত্মবিশ্বাস এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। অন্যদিকে নতুন অধিনায়ক নীতিশ রানার নেতৃত্বে প্ৰথম ম্যাচে পরাজিত হয়েছে কেকেআর। তারা দ্বিতীয় ম্যাচে অবশ্যই কামব্যাক করতে চাইবে। ৬ই এপ্রিল, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কেকেআর এবং আরসিবি একে অপরের মুখোমুখি হবে।

The post মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মোহাম্মদ সিরাজের বোলিং নিয়ে মুখ খুললেন শেন বন্ড appeared first on CricTracker Bengali.

Related Posts

প্রত্যেক রাজ্য অ্যাসোসিয়েশনে স্ট্রেংথ ও কন্ডিশনিং প্রশিক্ষক রাখা বাধ্যতামূলক করলেন জয় শাহ

প্রত্যেক রাজ্য অ্যাসোসিয়েশনে স্ট্রেংথ ও কন্ডিশনিং প্রশিক্ষক রাখা বাধ্যতামূলক করলেন জয় শাহ

Jay Shah. (Photo Source: Twitter) বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ বলেছেন যে রাজ্য ইউনিটগুলি যাতে স্ট্রেংথ ও কন্ডিশনিংয়ের জন্য প্রশিক্ষক নিয়োগ করে এবং ক্রীড়া বিজ্ঞান ও ক্রীড়া ওষুধের নিয়ম মেনে দল তৈরি করে তা নিশ্চিত করার জন্য...

দ্বিতীয়বার ডাব্লিউটিসির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন

দ্বিতীয়বার ডাব্লিউটিসির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin. (Photo Source: BCCI) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লিউটিসি) ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। ৭ই জুন থেকে লন্ডনের ওভাল ক্রিকেট স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলা হবে। এই নিয়ে টানা...

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ১৫টি কেন্দ্র বাছাই করল বিসিসিআই

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ১৫টি কেন্দ্র বাছাই করল বিসিসিআই

ICC Logo for ICC ODI World Cup 2023. (Photo Source: Twitter) ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর পাঁচ মাসও বাকি নেই। এইবারের ওডিআই বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। সম্প্রতি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বিশ্বকাপের জন্য ১৫টি কেন্দ্রের নাম ঘোষণা করেছে। ২০১১...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports Ambassadors
Generated by Feedzy