Heath Streak. ( Image Source: Twitter )
নিজের টুইট করার এক ঘন্টা পরই ফের টুইট করে সমস্ত জল্পনার অবসান গটালেন খোদ হেনরি ওলোঙ্গা। বেঁচে রয়েছেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার হিথ স্ট্রিক। আর তাতেই বিশ্ব ক্রি্কেটের মঞ্চে স্বস্তিপ আবহ। বুধবারসকালেই হেনরি ওলোঙ্গার একটি টুইট ঘিরে গোটা ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে এসেছিল। হেনরি ওলোঙ্গাই টুইটকরে জানিয়েছিলেন যে হিথ স্ট্রিক প্রয়াত হয়েছেন। জিম্বাবোয়ের তারকা ক্রিকেটারের এমন অকাল প্রয়াণের খবর শুনে যে গোটা ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে আসাটাই স্বাভাবিক তা বলার অপেক্ষা রাখে না।
যদিও তার কিছুক্ষণের মধ্যেই সেই জল্পনার অবসান ঘটান হেনরি ওলোঙ্গা নিজেই। সম্পূর্ণ সুস্থ রয়েছেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার হিথ স্ট্রিক। টুইট করেই সেই কথা জানিয়ে দিয়েছেন প্রাক্তন জিম্ববোয়ে ক্রিকেটার হেনরি ওলোঙ্গা। তাঁঁর কাছেও ভুল খবর এসেছে। সেই অনুযায়ী তিনিও সোশ্যাল মিডিয়াতে সেই খবর দিয়েছিলেন। পরে যদিও হিথ স্ট্রিকের সঙ্গে যোগাযোগ হওয়ার পর তাঁর সুস্থ থাকার কথা জানতে পেরেছেন প্রাক্তন এই তারকা ক্রিকেটার হেনরি ওলোঙ্গা। সেই স্বস্তির খবর নিজেই জানিয়েছেন হেনরি ওলোঙ্গা।
জিম্বাবোয়ের প্রথম ক্রিকেটার হিসাবে ১০০০ রান ও ১০০ উইনেট নিয়েছিলেন হিথ স্ট্রিক
জিম্বাবোয়ের হয়ে দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন এই তারকা ক্রিকেটার। বিশ্বকাপের মঞ্ত খথেকে বহু জায়গাতেই জিম্বাবোয়ের হয়ে নানান বিশেষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই হিথ স্ট্রিকের হঠাত্ই মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় কার্যত হৈচৈ ফেলে দিয়েছিল। পরে অবশ্য সেই খবরই ভুল বলে জানিয়ে দিয়েছেন আরেক জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার হেনরি ওলোঙ্গা। প্রথমে হেনরি ওলোঙ্গা টুইট করে জানিয়েছিলেন, “খুবই খারাপ খবর সকলের জন্য। হিথ স্ট্রিক আমাদের মধ্যে আর নেই। রেস্ট ইন পিস জিম্বাবোয়ের লেজেন্ড”।
এই খবর বিদ্যুত্ গতির মতো ছড়িয়ে পড়েছিল এদিন। যদিও পরে সেই খবর যে মিথ্যা তা হেনরি ওলোঙ্গা নিজেই জানিয়েছেন। তিনি ফের একটি টুইট করে জানিয়েছেন, “আমি এখন নিশ্চিত করতে পারি যে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর একেবারেই মিথ্যা ছিল। তাঁর সঙ্গেই কথা বলে আমি জেনেছি। তৃতীয় আম্পায়ার তাঁকে ফের মাঠে ডেকে নিয়েছেন। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন”।
জিম্বাবোয়ের হয়ে বহু সাফল্য রয়েছে হিথ স্ট্রিকের। জিম্বাবোয়ের হয়ে ৬৫টি টেস্ট ক্রিকেট খেলার পাশাপাশি ১৮৯টি ওডিআই ম্যাচও খেলছেন এই তারকা ক্রিকেটার। সব ফর্ম্যাট মিলিয়ে ৪৫৫ টি উইকেটের পাশাপাশি হিথ স্ট্রিকের ঝুলিতে রয়েছে ৪৯৩৩ উইকেট। এছাড়া তিনিই প্রথম জিম্বাবোয়ের ক্রিকেটার যাঁর ঝুলিতে ১০০০ পান ও ১০০টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে।
The post মৃত্যুর জল্পনা উড়িয়ে হিথ স্ট্রিকের বেঁচে থাকার খবর জানালেন হেনরি ওলোঙ্গা appeared first on CricTracker Bengali.