মেজর লিগ ক্রিকেট থেকে নাম তুলে নিলেন অম্বাতি রায়াডু

জুলাই 8, 2023

No tags for this post.
Spread the love

Ambati Rayudu. (Photo Source : Twitter)

কথা হলেও শেষপর্যন্ত মেজর লিগ ক্রিকেট থেকে নাম তুলে নিলেন অম্বাতি রায়াডু। কার্যত বিসিসিআইয়ের অসবরে নেওয়া ক্রিকেটারদের কুলিং অফ নিয়মের জেরেই এমন সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার।  এবারের মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলার কথা ছিল অম্বাতি রায়াডুর। কিন্তু কত শুক্রবারই বিসিসিআই অবসরে থাকা ক্রিকেটারদের জন্য একবছরের কুলিং অফে থাকার নিয়মটা  অ্যাপেক্স কাউন্সিলের কাছে পাঠিয়ে দিয়েছে। আগামী সেপ্টেম্বর মাসেই সেই নিয়ম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে।

আর সেই টাল বাহানেি শেষপর্যন্ত আমেরিকার এই ক্রিকেট লিগ থেকে  নিজের নাম তুলে নিতে বাধ্য হলেন অম্বাতি রায়াডু। এই বছরই পঞ্চম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। সেখানে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এবার অম্বাতি রায়াডু। ভারতীয় দল থেকে ্ূবসর নিলেও আইপিএলে নিজের খেলা চালিয়ে যাচ্ছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু ফাইনালের আগেই আইপিএল থেকেও নিজের অবসর ঘোষণা করেছিলেন অম্বাতি রায়াডু। আইপিএল শেষ হওয়ার পরই মেজর লিগ ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অম্বাতি রায়াডু।

টেক্সাস সুপার কিংসের হয়েই এবার খেলার কথা ছিল অম্বাতি রায়াডুর

আইপিএল শেষ হওয়ার দুই সপ্তাহ পরই  আমেরিকার মেজর লিগ সকারে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। চেন্নাই সুপার কিংসের অন্যান্য প্রাক্তন ক্রিকেটাররাও সেখানেই  খেলছে এবার। টেক্সাস সুপার কিংসের  কর্ণধারও চেন্নাই সুপার কিংসের কর্ণধার। বাকি ক্রিকেটারদের মতো সেখানে অম্বাতি রায়াডুও খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেখানে ফাফ ডুপ্লেসি, ডেঙন কনওয়ের মতো ক্রিকেটাররাও রয়েছেন। সেইসঙ্গে সেই দেলেরও কোচ স্টিফেন ফ্লেমিং এবং সহকারী কোচের দায়িত্বে রয়েছেন অ্যালবি মর্কেল।

সেখানেই এবার অম্বাতি রায়াডুরও খেলার কথা  চলছিল। কিন্তু বোর্ডের নি.মের গেঁড়োতে আপাতত সেই প্রতিযোগিতায় নামা সম্ভব হচ্ছে না ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটারের। শুক্রবারই বিসিসিাইয়ের প্রধান দপ্তরে বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা। সেখানে অবসরে য়াওয়া ক্রিকেটারদের এক বচরের কুলিং অফ নিয়ম নিয়েই আলোচনা হয়েছে। এরপরই তা দেখার জন্য অ্যাপেক্স কাউন্সিলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরেই সেখানে চূ়াড়ান্ত সিদ্ধান্ত গ্রহন হবে।

অবসরক নেওয়ার পরই ভারতীয় ক্রিকেটারদের বাইরের লিগ খেলার সুযোগ আসছে। এই মুহূর্তে বোর্ডের সঙ্গে চুক্তিতে থাকা কোনও ক্রিকেটারই বাইরের লিগে অংশগ্রহন করতে পারবেন না। কিন্তু অবসর নেওয়ার পর সেই সমস্যা থাকবে না। এমম পরিস্থিতিতে অনেক ক্রিকেটাররাই দ্রুত অবসর নিয়ে নিতে পারেন। আর সেই সমস্ত কথা মাথায় রেখেই একবঠরের কুলিং অফের সিদ্ধান্তের কথা ভাবছে বোর্ড।

The post মেজর লিগ ক্রিকেট থেকে নাম তুলে নিলেন অম্বাতি রায়াডু appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8