Jason Holder. ( Photo Source: Twitter )
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও ওডিআই সিরিজ জিততে পারলেো,টি টোয়ে্টির শুরুট ভারতীয় দল খুব একটা ভালবাবে করতে পারেনি।প্রথম টি টোয়েন্টিতেই ক্যারিবিয়ান ব্রিগেডের কাছে হেরে গিয়েচেটিম ইন্ডিয়া। প্রথম ম্যাচেই ৪ রানে জয় চুলে নিয়েচে ওয়েস্ ইন্ডিজ। সেখানেই ভারতীয় দলের বিরুদ্ধে ১৬ তম ওবারটাই যে ম্যাচের টার্নিং পয়েন্টচিল তা বলতেও কোনও দ্বিধা করেননি ওয়েস্ট ইন্ডিজের তাারকা ক্রিকেটার জেসন হোল্টার। ১৬ তম ওভারে তাঁর দুই উইকেট ও মেডেনটাই যে ওয়েস্ট ইন্ডিজের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে এই ম্যাচেও তরুণ ব্রিগেড নামিয়ে ছিল টিম ইন্ডিয়া। সেখানেই ক্যারিবিয়ান ব্রিগেডকে কম রানের মধ্যে আটকে দিলেও ব্যাটিংয়ে ভাল খুব একটা পারফরম্যান্স দেখাতে পারেনি ভারতীয় শিবির। ওয়েস্ট ইন্ডিজের ১৪৯ রান তাড়া করতে নেমে ১৪৫ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় ইনি্ংস। আর সেখানে যে জেসন হোল্ডারের বলিং স্পেলটাই সবকিছু বদলে দিয়েছিল তা মেনে নিতে দ্বিধা নেই এই তারকা বোলারের।
প্রথম টি টোয়েন্টিতে ম্যাচের সেরার পুরষ্কার পেয়েছেন জেসন হোল্ডার
টস জিতে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। সেখানেই ভারতীয় বোলারদের দাপচের সামনে ১৪৯০ রানেই খথেমে গিয়েছিল ক্যারিবিয়ান ব্রিগদেড। টি টোয়েন্টি তে এই রান কাড়া করাটাযে খুব একটাকটিন কাজ নয়তা বলাই যায়। কিন্তু ভারতীয় ব্যাটাররা শুরুটা খুব একটাা ভালভাবে করতে পারেনি। আর তাতেই কার্যত ওয়েস্ট ইন্ডিজের জয়ের রাস্তাটা আরও পাকা হয়ে গিয়েছিল। এরপর ম্যাচের ১৬ তম ওভারে জেসন হোল্ডারের অসাধারণ স্পেল। সেখানে ২ উইকেট তোলার সহ্গে সেই ওভার মেডেনও দিয়েছিলেন জেসন হোল্ডার। ম্যাচের টার্নিং পয়েন্টও যেসেটাই হয়ে গিয়েছিল, সেই কথাই মেনে শোনা গেল জেসন হোল্ডারের মুখে।
এই প্রসঙ্গে জেসন হোল্ডার জানিয়েছেন, “আমি মনে করি দুই উইকেট এবং সেইসঙ্গে মেডেনটাি ম্যাচের প্রধান টার্নিং পয়েন্ট। পরিস্থি্তি আমাদের রানকে ডিফেন্ড করতে সাহায্য করেছিল। তাদের রান করার জন্য রাস্তাটা অনেক কঠিন করে দিয়েছিলাম আমরা”।
এদিন ভারতের বিরুদ্ধে এই ম্যাচেসেরার পুরষ্কারও ছিনিয়ে নিয়েছেন জেসন হোল্ডার। ভারতের বিরুদ্ধে ৪ ওভারে ১৯ রান দেওয়ার সঙ্গে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি এক ওভার মেডেনও দিয়েছেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই যে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম ম্যাচে সাফল্য এসেছে তা বলার অপেক্ষা রাখে না।
The post মেডেন ও দুই উইকেটটাই ওয়েস্ট ইন্ডিজের জয়ের নেপথ্য কারিগড়, মনে করছেন জেসন হোল্ডার appeared first on CricTracker Bengali.