Pat Cummins. (Photo Source: Matthew Lewis-ICC/ICC via Getty Images)
শনিবার বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিততে পারলেই সেমিফাইনালের রাস্তাটা অনেকটা প্রশস্ত করে ফেলবে তারা। শেষ চার ম্যাচে যেভাবে অস্ট্রেলিয়ার নিজদের দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে সকলে তাদেরকেই এগিয়ে রাখছে ইংল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু অজি অধিনায়ক প্যাট কামিন্সের কপালে চিন্তার ভাঁজ। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে দলের সেরা দুই ক্রিকেটার নেই। গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শের মতো তারকা ক্রিকেটারের দলে না থাকাটা যে চিন্তার মেনে নিচ্ছেন প্যাট কামিন্স।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরই অস্ট্রেলিয়ার সেমিফাইনালে পৌঁছনোর আশাটা বেড়ে গিয়েছে। যদিও পরের নযাচ গিলো জিুততেই হবে তাদেরষ। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে নামার আগেই চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্।াক্সওয়েল। এবারের বিশ্বকাপে তাঁর মতো ক্রিকেটারের দলে না থাকাটা যে অস্ট্রেলিয়া শিবিরের চিন্তাটা অনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। ্মযাচ নামার আগে সেই কথা স্বীকারও করে নিচ্ছেন প্যাট কামিন্স।
টোটের জন্য নেই ম্যাক্সওয়েল এবং ব্যক্তিগত কারণের জন্য ফিরে গিয়েছেন মিচেল মার্শ
সেইসঙ্গে বৃহস্পতিবারই দেশে ফিরে গিয়েছেন অস্ট্রেলিয়ার আরেক তারকা ক্রিকেটার মিচেল মার্শ। এমন দুজন ক্রিকেটারের না থাকাটা অস্ট্রেলিয়ার চিন্তা বাড়াতে চলেছে বলেই মনে করছেন সকলে। যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। কিন্তু এই দুই তারকা না থাকার ফলে প্যাট কামিন্সের কপালে কিন্তু চিন্তার বাঁজ পড়েছে। সেই কথা বলতেও দ্বিধা করছেন না প্যাট কামিন্স। তাঁর মতে এবই দুজন ক্রিকেটারকে ছাড়া ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে নামাটা যে খুব একটা স্বস্তির বিষয় নয়।
এই প্রসঙ্গে ম্যাচের আগে প্যাট কামিন্স জানিয়েছেন, সত্যিই এই পরিস্থিতিটা একেবারে সঠক নয়। কারণ দলের সেরা দুই তারকা ক্রিকেটারই নেই। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আমরা জানতাম য়ে আমরা শক্তিশালী ১৫ জনের একটা স্কোয়াড পেতে চলেছি। সেখানেই এখন আমি নিস্চিতভাবে বলতে পারব না যে পরপর দুই ম্যাচে কোনওরকম পরিবক্তন ছাড়া আমরা দল সাজাতে পেরেছি। বিশেষ করে চোট আঘাতের সমস্যার জন্য। এই পরিস্থিতিটা সত্যিই আমাদজের কাছে দূর্ভাগ্যের। কিন্তু সেইসঙ্গে এটাও জানি যে দু মাসের একটা প্রতিযোগিতায় এমনটা হতেই পারে।
পারিবারিক কারণের জন্য মিচেল মার্শও চলে গিয়েছেন। ধারেভারে এগিয়ে থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে নামলেও, এই দুই তারকা ক্রিকেটারকে ছাড়া জেতাটা যে বেশ চাপের তা বুঝতে দ্বিধা নেই অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের।
The post ম্যাক্সওয়েল ও মিচেল মার্শের না থাকা নিয়ে বেশ চিন্তিত প্যাট কামিন্স appeared first on CricTracker Bengali.










