Ishan Kishan & Suryakumar Yadav. ( Image Source: BCCI )
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্চটি সিরিজে জয় দিয়েই যাত্রা শুরু করছে ভরতীয় দল। প্রথম ম্যাচেই অস্ট্েলিয়ার বিরাট রান তাড়া করে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ঈশন কিষাণ ও সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে তাদের ১১১ রানের পার্টমারশিপে ভর করেই ২০৮ রান তাড়া করে ম্যাচ জিতে নিতে পেরেছিল ভারতীয় দল। সেই পারফরম্যান্সের পরই ম্যাচের মাঝে তাঁর এবং সূর্যকুমার যাদবের মধ্যে কী আলোচনা হয়েছিল তা নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঈশান কিষাণ।
ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে এদিন ২০৮ রান করেছিল অস্ট্রেলিয়া। এত বডড রান তাড়া করে জেতার লক্ষ্যে শুরু থেকেই খানিকটা আক্রমণাত্মক ছিল ভারতীয় দল। যদিও প্রথম দুই উইকেট ভারত তাড়াতাড়ি খুইয়েছিল। সেই জায়গ থেকেই ভারতীয় দলের রানের গতি এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা শুরু করেছিলেন সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ। শেষপর্যন্ত এই দুই তারকা ক্রিকেটারের হাত ধরেই জয়ের রাস্তাটা পাকা করে ফেলেছিল ভারতীয় দল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন ঈশান কিষাণ
এদিন অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ভারতীয় দলকে চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছিলেন তনভীর সাঙ্ঘা। সেই বোলারকে সামলানো নিয়েই এদিন সূর্যকুমার যাদবের সঙ্গে তাঁর কী কথা হয়েছিল সেই কথাই সকলের সামনে আনলেন ঈশান কিষাণ। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৯ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ঈশান কিষাণ। সেইসঙ্গে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের এই সিরিজের অধিনায়ক সূর্যকুমার যাদবও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের সেরাও হয়েছেন তিনি। ৮০ রানের অসাধারণ ইনিংস খেলে ভারতের জয়ের রাস্তাটা কার্যত পাকা করে দিয়েছিলেন সূর্যকুমার।
ঈশান কিষাণ জানিয়েছেন, “সেই পরিস্থিতিতে সূর্য ভাইয়ের সঙ্গে আমার আলোচনা হয়েছিল। সেখানেই আমি জানিয়েছিলাম যে তনভীর সিংয়ের বিরুদ্ধে খেলছি। যেখানেই তিনি বল করুণ না কেন , আমাদের সেই পরিস্থিতিতে রানের প্রয়োজন ছিল এবং বলও ক্রমশ কমে আসছিল”।
অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ হারের পর এই প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে বড় রানের ইনিংস খেলেছিল অস্ট্রেলিয়া। তবে ভারতও পাল্টা লড়াইটা বেশ ভালভাবেই শুরু করেছিল। বিশেষ করে ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব। এই দুই তারকা ক্রিকেটারে ১১১ রানের পার্টনারশিপই ভারতের জয়ের রাস্তাটা পাকা করে দিয়েছিল। বাকিটা শেষ মুহূর্তে সামলে দিয়েছিলেন রিঙ্কু সিং।
The post ম্যাচের মাঝে সূর্যকুমারের সঙ্গে তাঁর পরিকল্পনা নিয়ে মুখ খুললেন ঈশান কিষাণ appeared first on CricTracker Bengali.










