Salman Butt. (Photo by ARIF ALI/AFP via Getty Images)
ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। এইবারের বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। অনেক বিশেষজ্ঞরাই আসন্ন বিশ্বকাপের ব্যাপারে নিজেদের বক্তব্য জানিয়েছেন। সম্প্রতি, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সালমান বাটও এই ব্যাপারে মুখ খুলেছেন।
সালমান বাট মনে করছেন যে ভারতীয় দল যদি কোনো ভুল না করে তাহলে তাদের হারানো কঠিন হবে। এশিয়া কাপ ২০২৩-এ রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ট্রফি জিতেছিল। আসন্ন ওডিআই বিশ্বকাপ জয়েরও অন্যতম দাবিদার তারা। শেষমেশ তারা এই সফলতা অর্জন করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
সালমান বাট নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “বিশ্ব ক্রিকেটে একমাত্র ভারতই এই চূড়ান্ত উত্থান পেয়েছে। আসন্ন বিশ্বকাপে সবাই চারটি দলের কথা বলছে। তবে, আমি বিশ্বাস করি যে ভারতকে হারাবে সেই দলই বিশ্বকাপ জিতবে। ভারত সেরা দল। তাদের ব্যাটিং সম্পূর্ণ এবং তাদের বোলিং এই কন্ডিশনের জন্য সবচেয়ে উপযুক্ত। তারা নিজেরা ভুল না করলে, কোন দল তাদের ধারেকাছেও থাকবে না।”
“গত কয়েক বছরে ভারত উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে” – সালমান বাট
সালমান বাট বলেছেন যে গত কয়েক বছরে ভারতীয় দলের খেলোয়াড়রা ফিটনেসের উপর অনেক জোর দিয়েছে এবং ফিল্ডিংয়ের মান উন্নত করেছে। তিনি ভারতের ক্রিকেটের পরিকাঠামোর প্রশংসাও করেছেন।
সালমান বাট বলেন, “গত কয়েক বছরে ভারত উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে। এই খেলোয়াড়দের ফিটনেসের মাত্রা আমরা ১৫ বছর আগে যা দেখেছিলাম তার থেকে অনেক ভালো। একইভাবে, ফিল্ডিংয়ের মানও উন্নত হয়েছে। তাদের পরিকাঠামো থেকে শুরু করে ধারাভাষ্যকার থেকে বিশেষজ্ঞ, তাদের কিট, এর সাথে সম্পর্কিত সবকিছু খুব ভালো। ভারতের ক্রিকেট শীর্ষস্থানীয়।”
৮ই অক্টোবর, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ নিজেদের যাত্রা শুরু করবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। তারা তাদের প্ৰথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ১৪ই সেপ্টেম্বর বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় পেয়েছিল ভারতীয় দল। আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একটি ওডিআই সিরিজ খেলছে ভারতীয় দল। এই সিরিজটিতে ইতিমধ্যেই জয়লাভ করেছে ভারত। ২৭শে সেপ্টেম্বর, বুধবার, তৃতীয় একদিনের ম্যাচটিতে এই দুটি দল একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
The post “যে দল ভারতকে পরাজিত করবে তারাই বিশ্বকাপ জিতবে” – সালমান বাট appeared first on CricTracker Bengali.