Saurabh Kumar. (Photo Source: Twitter)
হনুমা বিহারীর নেতৃত্বাধীন সৌরাষ্ট্রকে ১৭৫ রানে হারিয়ে ইরানি কাপ জিতল জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন রেস্ট অফ ইন্ডিয়া। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়নদের ব্যাটিং বিপর্যয়ের কারণে এই ম্যাচে হারতে হল।
রেস্ট অফ ইন্ডিয়া প্ৰথম ইনিংসে ৯৪.২ ওভারে ৩০৮ রানে অলআউট হয়ে গিয়েছিল। ওপেনার সাই সুদর্শন ১৬৪ বলে ৭২ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন। তিনি বাদে এই ইনিংসে রেস্ট অফ ইন্ডিয়ার আর কোনও ব্যাটার ৪০ রানের গন্ডি পার করতে পারেননি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সৌরভ কুমার। তিনি ৬৭ বলে ৩৯ রান করতে সক্ষম হন। শ্রীকর ভরত এবং হনুমা বিহারী যথাক্রমে ৩০ বলে ৩৬ রান এবং ৭৫ বলে ৩৩ রান করেন।
পার্থ ভুত দারুণ বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেন। তিনি ২৯.২ ওভারে ৯৪ রান দিয়ে ৫টি উইকেট শিকার করতে সক্ষম হন। ডিএ জাদেজা ২৯ ওভারে ৯০ রান দিয়ে ৩টি উইকেট নেন। যুবরাজসিন দোদিয়া ২টি উইকেট পান।
সৌরাষ্ট্র প্ৰথম ইনিংসে ১০ উইকেটে ২১৪ রান করতে সক্ষম হয়। অর্পিত ভাসাভাদা বাদে কেউই খুব বেশি রান করতে পারেননি। তিনি ১২৭ বলে ৫৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। সৌরভ কুমার ২৬.২ ওভারে ৬৫ রান দিয়ে ৪টি উইকেট নেন। বিদ্যাথ কাভেরাপ্পা ৯ ওভারে ২৮ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। শামস মুলানি ২টি উইকেট নিতে সক্ষম হন। পুলকিত নারাং ১টি উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় সৌরাষ্ট্র
দ্বিতীয় ইনিংসে রেস্ট অফ ইন্ডিয়া মাত্র ১৬০ রানে অলআউট হয়ে যায়। পার্থ ভুতের বোলিংয়ের দাপটে ধরাশায়ী হন সৌরাষ্ট্রের ব্যাটাররা। তিনি ১৬ ওভারে মাত্র ৫৩ রানের বিনিময়ে ৭টি উইকেট শিকার করেন। ডিএ জাদেজা ২২ ওভারে ৬৫ রান দিয়ে ৩টি উইকেট নিতে সক্ষম হন।
দুই ওপেনার সাই সুদর্শন এবং মায়াঙ্ক আগরওয়াল যথাক্রমে ১০৪ বলে ৪৩ রান এবং ৯৩ বলে ৪৯ রান করেন। হনুমা বিহারী ৩৭ বলে ২২ রান করতে সক্ষম হন। তার পরবর্তী ব্যাটারদের মধ্যে কেউই ২০ রানের গন্ডি পার করতে পারেননি।
রান তাড়া করতে নেমে সৌরভ কুমারের বোলিংয়ের দাপটে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে যায় সৌরাষ্ট্র। তিনি ১৬.৩ ওভারে ৪৩ রান দিয়ে ৬টি উইকেট তুলে নিয়েছিলেন। শামস মুলানি ১২ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। পুলকিত নারাং ১টি উইকেট পান। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন সৌরভ।
The post রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রকে হারিয়ে ইরানি কাপ জিতল রেস্ট অফ ইন্ডিয়া appeared first on CricTracker Bengali.