Gautam Gambhir. (Photo Instagram)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শেষ হয়ে গিয়েছে। ভারতীয় হারেনি ঠিকই কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ ১-১ ড্র করেছে। শেষ ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিয়েছে ভারতীয় দল। কিন্তু সেখানেও বেশ কয়েকটা প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর মতে শেষ ম্যাচেও রবি বিষ্ণোইয়ের মতো তারকা ক্রিকেটারকে ভারতীয় টিম ম্যানেজমেন্টের বসিয়ে রাখা উচিত্ হয়নি। কার্যত সেই সিদ্ধান্ত নিয়ে নিন্দায় সরব হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের সেরা হয়েছিলেন রবি বিষ্ণোই।
ওডিআই বিশ্বকাপের পরই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানেই রবি বিষ্ণোই দুরন্ত ফর্মে ছিলেন। সেই সিরিজে ৯ উইকেট তুলে নিয়ে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুটো টি টোয়েন্টি ম্যাচেই রবি বিষ্ণোইকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একইসঙ্গে রুতুরাজ গা.কোয়াড়কেও খেলানো হয়নি। এই সিদ্ধান্তটাই হতবার করেছিল গৌতম গম্ভীরকে। সেই কারণে খানিকটা ঠাট্টা করে বলেছেন যে এমনটা হতে পারে জানা থাকলে সিরিজের সেরা হওয়া কখনোই উচিত্ নয়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন রবি বিষ্ণোই
শেষ ম্যাচে বল হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন কুলদীপ যাদব। তাঁর পাঁচ উইকেটের সৌজন্যে প্রোটিয়াদের বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়েছে ভারতীয় দল। সেখানেই রবি বিষ্ণোইকে রাখলে যে দক্ষিণ আফ্রিকা আরও বেশী বিপাকে পড়ত তা মানতে কোনও দ্বিধা নেই গৌতম গম্ভীরের। তাঁর মতে দক্ষিণ আফ্রিকার এই পিচে তাদের ব্যাটিং লাইনআপারে বিরুদ্ধে ভারতের স্পিনাররাই শক্তিশালী অস্ত্র। বিশেষ করে লেগ স্পিনারই প্রধান অস্ত্র হয়ে উঠতে চলেছে।
গৌতম গম্ভীর জানিয়েছেন, “আমার মনে হয় একজন পেস বোলারের জায়গায় খেলতে পারতেন রবি বিষ্ণোই। কারণ দলে একজন বাঁ হাতি স্পিনারের সঙ্গে থাকতেন জান হাকি রিস্ট স্পিনার। এটা একটা বড়সড় আক্রমণের অস্ত্র হতে পারত। কিন্তু আমি অবাক হয়ে গিয়েছিলাম যে তারা একই প্রথম একাদশ রেখেছিল। পাওয়ার প্লে-তে কে তোমার সেরা উইকেটটেকার হতে পারে। আমার মনে হয়ে সেটা একজন তরুণ স্পিনারই হবেন। এমন ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে কখনোই তা একজন পেসার হতে পারে না। জোহানেসবার্গের মতো জায়গায় রবি বিষ্ণোইকে না খেলানোয় আমি হতবাক। আমার মনে হয় কারোর সিরিজের সেরা ক্রিকেটার হওয়া উচি্ত্ নয়। কারণ সেটাই বোধহয় দল থেকে বাদ পড়ার সবচেয়ে ভাল পথ”।
এই ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়কেও খেলানো হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন এই রুতুরাজ গায়কোয়াড়। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post রবি বিষ্ণোইকে প্রথম একাদশে না রাখায় হতবাক গৌতম গম্ভীর appeared first on CricTracker Bengali.










