Rachin Ravindra. ( Image Source: Twitter )
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল নিউ জিল্যান্ড। সেখানেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন নিউ জিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। ইংল্যান্ড ২৮২ রান করলেও শেষরক্ষা করতে পারেনি তারা। মাত্র এক উইকেটই নিউ জিল্যান্ডের তুলতে পেরেছিল ব্রিটিশ বাহিনী। সেখানেই রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের দাপটের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি ব্রিটিশ ক্রিকেটাররা। বিশ্বকাপ কেরিয়ারের প্রথম ম্যাচেই সকলের নজর কেড়েছেন রাচিন রবীন্দ্র। এই কিউই ব্যাটারের পারফরম্যান্স দেখে আপ্লুত প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার অনিল কুম্বলে।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই যেভাবে নিজের পারফরম্যান্স দেখিয়েছেন রাচিন রবীন্দ্র তা দেখার পর থেকেই তাঁকে তরুণ য়ুবরাজ সিংয়ের সঙ্গে তুলনা করছেন প্রাক্তন তারকা ক্রিকেটার অনিল কুম্বলে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচের সেরার শিরোপাও তুলে নিয়েছেন রাচিন রবীন্দ্র। এমন পারফরমন্যান্স দেখার পর যে সকলেই তাঁর প্রশংসায় প়্চমুখ হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সেই কথাই এবার শোনা গেল প্রাক্তন বারতীয় ক্রিকেটার অনিল কুন্বলের মুখেও।
৯৬ বলে ১২৩ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন রাচিন রবীন্দ্র
রাচিন রবীন্দ্রের মধ্যে তরুম যুবরাজ সিংয়ের ছায়া দেখতে পাচ্ছেন প্রাক্তন এই তারকা ক্রিকেটার। এখনও অবস্য বিশ্বকাপের অনেকটা বাকি রয়েছে। সেখানে এই তরুণ ক্রিকেটার কেমন পারফরম্যান্স করেন তা তো সময়ই বলবে। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরী দিয়েই যাত্রা শুরু করেছেন রাচিন রবীন্দ্র। সেইসঙ্গে তাঁর ব্যাট থেকে ছিল ছয় ও চারের বন্যা। শেষপর্যন্ত অপরাজিত ১২৩ রানের ইনিংস খেলেই মাঠ ছেড়েছিলেন রাচিন রবীন্দ্র। প্রথম ম্যাচেই তাঁর এমন পারফরম্যান্স যে নিউ জিল্যান্ড শিবিরকে অনেক বেশী সাহায্য করবে।
এই প্রসঙ্গে অনিল কুম্বলে জানিয়েছেন, “তিনি যখন ওয়ার্ম আপ ম্যাচে ওপেন করেছিলেন সেই সময়ই আমরা দেখে নিয়েছিলাম যে এই তরুণ ক্রিকেটার কী করতে পারেন। কিন্তু এটা সবসময়ই অত্যন্ত বিশেষ যে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তিনি এমন একটা পারফরম্যান্স দেখিয়েছেন। তাও আবার বিশ্বকাপের মঞ্চে অভিষেকেই এমন পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। তাঁর মধ্যে সেই তরুণ য়ুবরাজ সিংকে দেখা যাচ্ছে। বিশেশ করে সেই পারফরম্যান্সের ধারা দেখা যাচ্ছে। সত্যিই অত্যন্ত অসাধারণ”।
এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৬ বলে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন রাচিন রবীন্দ্র। সেখানেই তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল ১১টি চার ও ৫টি ওভার বাউন্ডারি। কার্যত ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে একা হাতেই ক্রিজে শাসন চালিয়েছিলেন তিনি।
The post রাচিন রবীন্দ্রকে তরুণ যুবরাজ সিংয়ের সঙ্গে তুলনা করছেন অনিল কুম্বলে appeared first on CricTracker Bengali.